আবারো বাজে ব্যাটিং তামিম ইকবাল যা বললেন

InCollage 20220625 113648531

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের বছরের শুরুটা হয়েছিল দুর্দান্ত। বর্তমান চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডকে হারিয়ে একপ্রকার চমক দিয়েছিল মমিনুল হক বাহিনী। কিন্তু সেই যে জ্বলে প্রদীপ নিভে গেছে আর তো জ্বলে না। বিশেষ করে বাংলাদেশের ব্যাটিং ভোগাচ্ছে পুরো দলকে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ হারের পর দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর পরিবর্তে বাংলাদেশের সেই একই রূপ দেখতে পেল টাইগাররা। একমাত্র লিটন দাস ছাড়া পঞ্চাশের বেশি রান করতে পারেনি আর কোন ব্যাটসম্যান। আশা জাগিয়ে ৪৬ রানে আউট হয়েছেন তামিম ইকবাল।

শেষ পর্যন্ত এবাদত হোসেন এবং শরিফুল ইসলামের ব্যাটিংয়ে ২৩৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। তবে বাংলাদেশের উচিত ছিল আরো একটু ভালো ব্যাটিং করা এমনটাই জানিয়েছেন তামিম ইকবাল। গতকাল প্রথম দিনের খেলা শেষে তামিম ইকবাল বলেন,

“উইকেট টা একটু আপ-ডাউন ছিল। আমাদের আরো একটু ভালো ব্যাটিং করা উচিত ছিল। আমরা যদি ৩০০ অথবা ৩২০ রান করতাম তাহলে সেটা ভালো স্কোর হত। এছাড়াও বোলিংয়ে যদি আমরা আরো ২৫-৩০ রান কম দিতাম সেটাও ভালো হতো”।

You May Also Like