সেন্ট লুসিয়ার ড্যারন স্যামি স্টেডিয়ামে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে টসে হেরে আগে ব্যাট করছে বাংলাদেশ। তবে এই ম্যাচে শুরু থেকেই বাজে আম্পায়ারিং এর শিকার হয়েছে বাংলাদেশ।
ম্যাচের শুরুর দিকে কেমার রোচের করা সপ্তম ওভারে দুই-দুইবার মাহমুদুল হাসান জয়কে আউট দেন আম্পায়ার, তবে রিভিউ নিয়ে বেঁচে যান জয়। আর এরপর দ্বিতীয় সেশনে পর পর দুই ওভারে এনামুল হক বিজয়কে ও নাজমুল হোসেন শান্তকে আম্পায়ার্স কলে এলবিডব্লিউর আউট দেন আম্পায়াররা।
বিজয় ও শান্ত দুইজনই রিভিউ নিয়েছিলেন কিন্তু আম্পায়ার্স কলের কারনে তাদের শেষ রক্ষা হয়নি। আম্পায়ার আউট না দিলে অবশ্য দুইজনই বেঁচে যেতেন।
The debutant strikes again! #WIvBAN #MenInMaroon pic.twitter.com/U5DJwieAvD
— Windies Cricket (@windiescricket) June 24, 2022