মাত্র পাওয়াঃ যে কারণে বাদ পড়লেন মুমিনুল

Untitled design 2022 06 25T014807.537

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচের একাদশে জায়গা করে নিতে পারেননি সাবেক অধিনায়ক মুমিনুল হক।

বাংলাদেশের টেস্ট স্পেশালিস্ট মুমিনুলের ব্যাট হাসেনি গত কয়েকটি ম্যাচে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচটিতে যথাক্রমে ০ এবং ৪ রান করেন তিনি।

এর আগে ঘরের মাটিতে লংকানদের বিরুদ্ধে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ২ রান এবং দ্বিতীয় ম্যাচে যথাক্রমে ৯ ও ০ রান করেন তিনি।

ধারাবাহিকভাবে বাজে পারফরমেন্সের কারণে দলে জায়গা হারিয়েছেন তিনি।

মুমিনুল টেস্টে সর্বশেষ দুই অঙ্কের ঘর ছুঁতে পেরেছিলেন এ বছরের শুরুতে হেগলে ওভালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। সেই ম্যাচটিতে প্রথম ইনিংসে ০ রান করার পর দ্বিতীয় ইনিংসে ৩৭ রান করতে সমর্থ হন তিনি।

এরপর মার্চ মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে যথাক্রমে ০ এবং ২ রান করেন। আর দ্বিতীয় ম্যাচটির প্রথম ইনিংসে করেন ৬ রান। দ্বিতীয় ইনিংসে করেন ৫ রান।

You May Also Like