দীর্ঘ ৮ বছর পর টেস্টে ফিরেই রেকর্ড গড়লেন এনামুল হক

Untitled design 2022 06 24T231208.549

সাকিব আল হাসান টসের সময় জানিয়ে দিলেন এনামুল হক বিজয় রয়েছেন সেন্ট লুসিয়া টেস্টের একাদশে। মুমিনুল হকের জাগয়ায় তাকে ফেরানো হয়েছে টেস্ট একাদশে। সেরা একাদশে সুযোগ পেয়ে অন্যরকম এক রেকর্ড হয়ে গেল এনামুলের।

দুই টেস্টের মধ্যে সবচেয়ে বেশি বিরতিতে তিনিই এখন সবার উপরে। ৭ বছর ৯ মাস ১১ দিন পর টেস্টে ফিরছেন এ ব্যাটসম্যান। যা বাংলাদেশের রেকর্ড। এর আগে বাংলাদেশের দীর্ঘতম বিরতি ছিল পেসার নাজমুল হোসেনের। ২০০৪ সালের ১৭ ডিসেম্বর ভারতের বিপক্ষে অভিষেক টেস্ট খেলার পর নিজের দ্বিতীয় টেস্ট খেলেছেন ১৭ ডিসেম্বর ২০১১ সালে। ঠিক ৭ বছর পর প্রত্যাবর্তন টেস্ট খেলেছিলেন তিনি।

এনামুলের ফেরাটা আবার একই মঞ্চে। ২০১৪ সালে সবশেষ এই সেন্ট লুসিয়াতেই টেস্ট খেলেছিলেন। ২০১২ সালে গলে তার অভিষেক। দুই বছরে টেস্ট খেলেছেন চারটি। চার টেস্টে ভালো করতে না পারায় অবধারিতভাবে তাকে বাদ দেওয়া হয়। তবে এবার অভাবিত পারফরম্যান্সেই তাকে দলে ফিরিয়েছেন নির্বাচকরা।

ঢাকা লিগে ১২শর বেশি রান করার পর তাকে নেওয়া হয়। তবে টেস্ট দলে ডাক পান ইয়াসির আলী চৌধুরীর ইনজুরিতে। এবার মুমিনুলের জায়গায় নেমে পড়লেন মূল একাদশে। এনামুলের প্রথম শ্রেণির ক্রিকেট ক্যারিয়ার দুর্দান্ত। ১০৫ ম্যাচে ১৮১ ইনিংসে ২২টি সেঞ্চুরিতে প্রায় সাড়ে ৭ হাজার রান করেছেন ৪৫.৩২ গড়ে।

তবে গত মৌসুমে প্রথম শ্রেণির ক্রিকেটে তার ব্যাট হাসেনি। ১৫ ইনিংসে করেছিলেন ৩৯৬ রান। এর আগের দুই মৌসুমে অবশ্য পঞ্চাশেরও বেশি গড়ে হাজারের উপরে রান করেছেন। এবার প্রত্যবর্তনের ম্যাচে এনামুল কেমন করেন সেটাই দেখার।

You May Also Like