
প্রিয় মানুষের জন্য মানুষ কত কিছুই না করে। প্রেমিক প্রেমিকাদের বিভিন্ন কথা তো হরহামেশাই শোনা যায়। আবার তাদের ব্রেকআপের কথাও শোনা যায়।
কিন্তু যে সম্পর্কের কোন ব্রেকআপ হয় না সেটা হল প্রিয় দলের সঙ্গে সমর্থকদের সম্পর্ক, প্রিয় প্লেয়ারের সঙ্গে ভক্তের সম্পর্ক।
প্রিয় প্লেয়ারের জন্য, প্রিয় দলের জন্য ভক্তরা তো কত রকমের পাগলামিই করে। এবার তেমনই কান্ড করে আলোচনায় লিওনেল মেসি ও আর্জেন্টিনা ভক্ত এক রিকশাওয়ালা।
লিওনেল মেসির কোটি কোটি ভক্ত রয়েছে সারা বিশ্বে। মেসির জন্মদিনে কেক কেটে, বিভিন্ন রকম ভাবে সেলিব্রেট করে তারা। কিন্তু এই রিকশাওয়ালা একেবারেই ব্যতিক্রম ভাবে যেন মেসির জন্মদিন উৎযাপন করছেন।
মেসির ভক্ত এই রিকশাওয়ালা কিভাবে মেসির জন্মদিন সেলিব্রেট করছে দেখুন নিজেই।