জুভেন্টাসের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর ক্লাবহীন অবস্থায় আছেন আর্জেন্টাইন তারকা পাওলো দিবালা। মাঝখানে ইন্টার মিলানের সঙ্গে রিউমার ছড়ালেও সেটা থেমে গেছে।
ইন্টার মিলান এবং দিবালার মধ্যে কথাবার্তা অনেকদূর এগিয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে গিয়ে কিছু বিষয় নিয়ে বনিবনা না হওয়ায় থেমে গেছে আলোচনা। দিবালা তাই বিকল্প উপায়গুলো দেখছে।
এরমধ্যেই আবার দৃশ্যপটে উঠে এসেছে রিয়াল মাদ্রিদের নামটি। রিয়াল মাদ্রিদের স্প্যানিশ তারকা অ্যাসেনসিও ক্লাব ছাড়লে সেখানে দিবালাকে দেখা যেতে পারে বলেই গুঞ্জন।
অ্যাসেনসিওর সঙ্গে রিয়ালের চুক্তি শেষ হবে আগামী মৌসুমে। তাই অ্যাসেনসিওকে এই সামারেই বিক্রি করে দিতে চায় রিয়াল মাদ্রিদ। যদি তাকে বিক্রি করতে পারে তাহলে সেখানে দিবালাকে কিনতে পারে তারা।