১৮ বছর আগের স্মৃতি ফেরাতে চায় বাংলাদেশ; পারবে তো?

images 2022 06 23T231021.640

সেন্ট লুসিয়ার সবুজ পাহাড়ের বুক চিরে নয়নাভিরাম ড্যারেন স্যামি স্টেডিয়াম। আগে নাম ছিল বোশেজা ক্রিকেট গ্রাউন্ড। পরে দুবারের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক স্যামির নামে এটির নামকরণ করা হয়েছে।

এই লুসিয়ায় ১৮ বছর আগের সুখময় স্মৃতি ফেরাতে চায় বাংলাদেশ দল।

২০০৪ সালে মেন্টু লুসিয়ায় ঐতিহাসিক ড্র করেছিল হাবিবুল বাশারের বাংলাদেশ। ওই ম্যাচে হাবিবুল বাশার, মোহাম্মদ রফিক ও খালেদ মাসুদ পাইলট সেঞ্চুরি করেন।

ওয়েস্ট ইন্ডিজ দলে ছিলেন ব্রায়ান লারা, ক্রিস গেইল, শিবনারায়ণ চন্দরপলের মতো ক্রিকেটাররা।

২০১৪ সালে মুশফিকুর রহিমের নেতৃত্বে বাংলাদেশ সেন্ট লুসিয়ায় ১৬১ ও ১৯২ রানে অলআউট হয়।

ওয়েস্ট ইন্ডিজে চলতি সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০তে পিছিয়ে আজ দ্বিতীয় টেস্টে মাঠে নামবে বাংলাদেশ।

সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামে এবার ভাগ্য ফেরানোর চেষ্টা সাকিব আল হাসানদের।

You May Also Like