
২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে উঠেছিল ল্যাতিন আমেরিকার জায়ান্ট আর্জেন্টিনা এবং ইউরোপিয়ান জায়ান্ট জার্মানী। সেই ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জিতেছিল জার্মানরা।
নির্ধারিত সময়ে গোলশূন্য ভাবে শেষ হওয়া এই ম্যাচের অতিরিক্ত ৩০ মিনিটের খেলায় জার্মানীর জয় এনে দেন গোৎজে। বদলি হয়ে নামা এই তারকার গোলই গড়ে দেয় পার্থক্য।
তবে এই ম্যাচে আর্জেন্টিনার জয় প্রাপ্য ছিল বলে মন্তব্য করেছেন সাবেক জার্মান তারকা লোথার ম্যাথিউস। ম্যাচে আর্জেন্টিনাকে একটি পেনাল্টি দেওয়া হয়নি বলেই অভিযোগ তার।

আর্জেন্টিনার স্ট্রাইকার হিগুইনকে ফাউল করেছিল জার্মান গোলকিপার ম্যানুয়েল ন্যয়ার। কিন্তু বিষয়টি রেফারি এড়িয়ে যান। এই ফাউলে আর্জেন্টিনার পেনাল্টি পাওয়া উচিত ছিল বলেই মন্তব্য লোথার ম্যাথিউসের।
তিনি বলেন, “২০১৪ বিশ্বকাপ আর্জেন্টিনার জেতা উচিত ছিল। ম্যানুয়েল ন্যয়ারের হিগুইনকে ফাউলের জন্য পেনাল্টি দেওয়া উচিত ছিল রেফারির।”