ইতিহাসের সেরা মেসিকে দেখা যাবে আগামী মৌসুমে জানালেন খেলাইফি

InCollage 20220622 205225105

স্প্যানিশ জায়ান্ট বার্সালোনার সাবেক তারকা লিওনেল মেসি গত মৌসুমে বার্সালোনা ছেড়ে পিএসজিতে পাড়ি জমিয়েছিলেন। বার্সালোনার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ করে পিএসজিতে পাড়ি জমান তিনি।

পিএসজিতে প্রথম মৌসুমটা ভালো কাটেনি লিওনেল মেসির। গোল করতেই যেন ভুলে গিয়েছিলেন। অবশ্য অ্যাসিস্ট করেছিলেন অনেক। কিন্তু সেগুলো কোন কাজে আসেনি।

লিগ শিরোপা তো নিজেদের সম্পত্তি বানিয়েই নিয়েছে। চ্যাম্পিয়নস লিগে ব্যর্থ ছিল তারা। মেসি নিজেও ছিলেন ব্যর্থ। রিয়াল মাদ্রিদের বিপক্ষে তার পেনাল্টি মিস না হলে পিএসজির যাত্রা অন্যরকম হলেও হতে পারত।

তবে এসব নিয়ে চিন্তিত নয় পিএসজি সভাপতি নাসের আল খেলাইফি। আগামী মৌসুমে ইতিহাসের সেরা মেসিকে দেখা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

খেলাইফি বলেন, “মেসি ইতিহাস তৈরি করেছে। এটা তার ভালো মৌসুম ছিল না। কিন্তু ২০ বছর বার্সাতে থাকার পর সে একটি নতুন দেশে, নতুন লিগে, নতুন পরিবেশে এসেছিল। একই সঙ্গে তার পরিবার, সে নিজেও করোনায় আক্রান্ত হয়েছিল। আগামী মৌসুমে আমরা ইতিহাসের সেরা মেসিকে দেখতে পাব।”

You May Also Like