
অ্যান্টিগা টেস্টে বাংলাদেশের ভরাডুবি ঘটেছে ওয়েস্ট ইন্ডিজের কাছে। শেষ পর্যন্ত হেরেছিল ৭ উইকেটের ব্যবধানে।
তবে, এমন ভরাডুবির ম্যাচেও উজ্জ্বল ছিলেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসান। প্রথম ইনিংসে ধ্বংস্তুপে দাঁড়িয়ে করেছিলেন ৫১ রান। দ্বিতীয় ইনিংসেও দাঁড়িয়েছিলেন ধ্বংস্তুপে। করেছেন ৬৩ রান।
দুই ইনিংসে এমন অসাধারণ ব্যাটিং করার কারণে আইসিসি র্যাংকিংয়েও বিরাট লাফ দিয়েছেন সাকিব। ব্যাটারদের র্যাংকিংয়ে ১৪ ধাপ এগিয়েছেন তিনি। এখন অবস্থান করছেন ৩২তম স্থানে।
তবে, তার চেয়েও বড় কথা আইসিসি টেস্ট অলরাউন্ডারদের তালিকায়ও হারানো সাম্রাজ্য প্রায়ই ফিরে পেতে চলেছেন তিনি। দুই ধাপ এগিয়ে তিনি চলে এলেন দ্বিতীয় স্থানে। এখন অবস্থান করছেন ভারতের অলরাউন্ডার রবিন্দ্র জাদেজার ঠিক পরের স্থানেই। যদিও দু’জনের রেটিং পয়েন্টের ব্যবধান ৩৯টি।