
ল্যাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিল এবং আর্জেন্টিনার মধ্যকার একটি ম্যাচ বাতিল হয়েছিল। করোনাকালীন সময়ে করোনা নিয়ে আর্জেন্টিনার প্লেয়ারদের মিথ্যাচারের কারণে ম্যাচটিতে বাধা দেয় ব্রাজিলের স্বাস্থ্য বিভাগ এবং সেই কারণে বাতিল হয়েছিল ম্যাচটি।
সেই ম্যাচটি এখন পুনরায় খেলতে হবে ব্রাজিল ও আর্জেন্টিনাকে। যদিও এই ম্যাচটির কোন গুরুত্ব আপাতত নেই। কারণ এই ম্যাচটির ফলাফল কোন কিছুরই পরিবর্তন করবে না।
সেজন্য আর্জেন্টিনা ম্যাচটি খেলতে অস্বীকৃতি জানিয়েছিল। কিন্তু ফিফার আদেশে এখন ম্যাচটি খেলতে হবে। আর ম্যাচটি খেলতে হবে ব্রাজিলের মাটিতেই।
এই ম্যাচের তারিখ ও সময় এতদিন ছিল অজানা। অবশেষে সেটাও জানিয়েছে ফিফা। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী সেপ্টেম্বর মাসের ২২ তারিখে ব্রাজিলের সাও পাওলোতে।