জিদান পিএসজির কোচ হবে কিনা জানালেন পিএসজি সভাপতি

Untitled design 2022 06 22T010459.249

পিএসজির আর্জেন্টাইন কোচ মাউরিসিও পোচেত্তিনোকে বিদায় করে দেওয়া হতে পারে, অনেক দিন ধরে এমন আলোচনা হচ্ছে। অবশ্য দলটির সভাপতি নাসের আল খেলাইফি এখনও তাঁর বিদায় নিশ্চিত করেননি। তবে জিনেদিন জিদানের সম্ভাব্য কোচ হওয়ার বিষয়টি উড়িয়ে দেন তিনি।

মার্কাকে খেলাইফি বলেন, ‘আমি শুধু এটা পরিষ্কার করতে চাই, আমি একজন খেলোয়াড় হিসেবে জিদানকে পছন্দ করি এবং একজন কোচ হিসেবে আমি তাকে পছন্দ করি, কিন্তু আমরা তার সাথে এখনো কথা বলিনি।’

কিলিয়ান এমবাপ্পের চুক্তি সম্পর্কে খেলাইফি বলেন, ‘রিয়াল মাদ্রিদ থেকে ১৮০ মিলিয়ন ইউরোর প্রস্তাব আমরা প্রত্যাখ্যান করেছি, কারণ আমি জানতাম এমবাপ্পে পিএসজিতে থাকতে চায়। আমি তাকে খুব ভালো করে চিনি, আমি জানি সে এবং তার পরিবার কী চায়, তারা অর্থ দ্বারা প্রভাবিত হয় না।’

‘সে তার শহর, তার ক্লাব এবং তার দেশের জন্য এবং ক্রীড়া প্রকল্পের জন্য এখানে খেলা বেছে নিয়েছে। সে শুধুমাত্র খেলা এবং জেতার কথা চিন্তা করে।’

লা লিগার সভাপতি জাভিয়ের তেবাস প্রসঙ্গে পিএসজি সভাপতি বলেন, ‘অন্য লিগ, ক্লাব বা ফেডারেশন নিয়ে কথা বলা আমাদের কাজ নয়। আমরা আমাদের কাজ নিয়ে ব্যস্ত আছি।’

You May Also Like