দেখেনিন কাতার বিশ্বকাপের সবচেয়ে দামী পাঁচ দল

Untitled design 2022 06 21T214224.940

আর মাত্র কয়েকটি মাস। এরপরই পর্দা উঠবে ফুটবলের সবচেয়ে বড় আসর বিশ্বকাপের। কাতারে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে আগামী নভেম্বর মাসে।

নভেম্বর মাসে অনুষ্ঠিত বিশ্বকাপে কোন ৩২টি দল অংশ নিবে সেটা নিশ্চিত হয়েছে। এই ৩২টি দলের মধ্যে সবচেয়ে দামী স্কোয়াড নিয়ে যাচ্ছে কোন পাঁচটি দল সেটাই জানা যাক।

০৫. জার্মানী: এবারের আসরে হট ফেবারিট জার্মানী। চারটি বিশ্বকাপ জয়ী এই দলটির মোট মূল্য ৮০৪ মিলিয়ন ইউরো। দলটির সবচেয়ে দামী তারকা হচ্ছেন কিমিখ যার মূল্য ৮০ মিলিয়ন ইউরো।

০৪. পর্তুগাল: ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল এবারের বিশ্বকাপে হট ফেবারিট না হলেও ডাক হর্স তো হতেই পারে। এই দলটির মূল্য ৮৪৪ মিলিয়ন ইউরো। দলটির সবচেয়ে দামী তারকা ব্রুনো ফার্নান্দেস যার মূল্য ৯০ মিলিয়ন ইউরো।

০৩. ব্রাজিল: তৃতীয় স্থানে আছে ল্যাতিন আমেরিকার জায়ান্ট ব্রাজিল। এবারের আসরে হট ফেবারিট ব্রাজিলের মূল্য ১.০১ বিলিয়ন ইউরো। দলটির সবচেয়ে দামী তারকা ভিনিসিয়াস জুনিয়র। তার মূল্য ১০০ মিলিয়ন ইউরো।

০২. ফ্রান্স: দ্বিতীয় স্থানে আছে আরেক হট ফেবারিট ফ্রান্স। দলটির মূল্য ১.০৬ বিলিয়ন ইউরো। তাদের সবচেয়ে দামী প্লেয়ার কিলিয়ান এমবাপ্পে যার মূল্য ১৬০ মিলিয়ন ইউরো।

০১. ইংল্যান্ড: ইংল্যান্ড জাতীয় দল এবারের আসরে অন্যতম ফেবারিট। যদিও তারা বিশ্বকাপে খুব একটা সফল দল নয়। তবে এবারের দলটির মূল্যটা কিন্তু সবার উপরে। ১.৩১ বিলিয়ন ইউরো তাদের মূল্য। সবচেয়ে দামী প্লেয়ার হ্যারি কেইন যার মূল্য ১০০ মিলিয়ন ইউরো।

You May Also Like