
চোট থেকে ফিরে ইতিমধ্যেই ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলের সাথে যোগ দিতে গতকাল ঢাকা ছেড়েছেন জাতীয় দলের তরুন ফাস্ট বোলার শরিফুল ইসলাম। শরিফুল ইসলাম জাতীয় দলের ফিরলেন ও এখনো অনিশ্চিত ছিলেন জাতীয় দলের তারকা ফাস্ট বোলার তাসকিন আহমেদ।
তবে টাইগার ভক্তদের জন্য স্বস্তির খবর আছে। অবশেষে পুরোদমে সুস্থ হয়ে উঠেছেন তাসকিন। আজ মিরপুরে বোলিং অনুশীলন করেছেন তিনি। এ সময়ে কোনো ধরনের অস্বস্তি তার মধ্যে দেখা যায়নি। আজ বোলিংয়ের সময় তার কোমরে কোনো ব্যথা ছিল না বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, “তাসকিন কাঁধের চোটের পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে ছিলেন। হঠাৎ করে বোলিংয়ের সময় কোমর ব্যথা অনুভব করেন। পূর্বসতর্কতা হিসেবে আমরা তাকে তিন দিন বিশ্রাম নিতে বলি”।
“বিশ্রামের পর আজ আবারও বোলিং করেছেন তিনি। কিন্তু কোনো ব্যথা অনুভব করেননি। কাল আবারও বোলিং করবেন, আশা করি কোনো সমস্যা হবে না। তার ওয়েস্ট ইন্ডিজ সফর নিয়ে আপাতত কোনো শঙ্কা নেই।”