সাকিব ডমিঙ্গো দন্দ; মিথ্যা বলছেন কে সাকিব নাকি ডমিঙ্গ

InCollage 20220621 174928919

সমস্যা কি শুধুই মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্তর। নাকি পুরো বাংলাদেশ টেস্ট দলের। মুমিনুল হক গত কয়েক ম্যাচ থেকে তেমন ভালো কিছু করতে পারেন নি। আর তাই তাকে নিয়ে সমালোচোনার শেষ নেই। এখানে দোষ কি শুধুই মুমিনুল হকের নাকি এখানে কোচিং প্যানেলের গাফিলতি রয়েছে।

বাংলাদেশের সবচেয়ে সফল টেস্ট ক্রিকেটার ছিলেন মুমিনুল হক। হঠাৎ করেই কি হলো তার কোথাই হারিয়ে গেলেন মুমিনুল হক। সবশেষ ১০ ম্যাচে দেখতে গেলে মুমিনুল হকের স্কোর ০,২,৬,৫,২,৯,০,০,৪।

অন্যদিকে শান্তর ব্যাটিং পারর্ফম্যান্সও খুব বাজে। সব শেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে ৫ বলে ০ রান ও ২য় ইনিংসে ৪৫ বলে ১৭ রান। বাংলাদেশ দলের অন্য ক্রিকেটারদের ব্যাটেও তেমন কোনও বড় স্কোর নেই। প্রথম টেস্টের প্রথম ইনিংসে একটা বা দুইটা নয় পরপর ৬ জন ব্যাটার আউট হয়েছেন ০ রানে।

ভালো খেলার নাম নেই এখন যেন বাংলাদেশ দলে চলছে কাঁদা ছোড়াছুড়ি। বাংলাদেশ দলের বর্তমান প্রধান কোচ রাসেল ডোমিঙ্গ বলছেন ক্রিকেটারদের টেকনিকের কোন সমস্যা নেই। যে সমস্যা আছে সেটা ক্রিকেটারদের মানষিক সমস্যা। অথচ ক্রিকেটাররা একের পর এক বাজে শট খেলে মাঠ ছেড়েছেন ০ রানের স্কোর নিয়ে।

অন্যদিকে নতুন অধিনায়ক সাকিব আল হাসানের মুখে অন্য কথা। তিনি বলছেন ক্রিকেটারদের মানষিক তেমন সমস্যা নেই যা আছে টেকনিক্যালি সমস্যা। এখান থেকেই বোঝা যায় ক্রিকেটারদের সাথে কোচের মনের বা কাজের কোন মিল নেই। যদি থাকতো তাহলে ক্রিকেটারদের এমন অবস্থায় পড়তে হতো না।

এখন প্রশ্ন হচ্ছে কে সত্যি বলছে ক্রিকেটাররা না কোচিং প্যানেল। এই প্রশ্নের উত্তর শুধুমাত্র বিসিবিই দিতে পারেন।

You May Also Like