
রিয়াল মাদ্রিদের হয়ে খেলেছিলেন ডি মারিয়া। আর্জেন্টিনার এই তারকা রিয়াল মাদ্রিদের লা ডেসিমা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। এরপর একটা সময় ক্লাব ছেড়েছেন।
রিয়াল মাদ্রিদ ছাড়ার পর ম্যানইউ এবং পিএসজিতে খেলেছিলেন তিনি। সর্বশেষ মৌসুমেও পিএসজিতেই ছিলেন। কিন্তু চুক্তির মেয়াদ শেষ হওয়ায় এখন তাকে নতুন ক্লাব দেখতে হচ্ছে।
ডি মারিয়ার জন্য শুরু থেকেই আগ্রহী ছিল জুভেন্টাস ও বেনফিকা। তবে এই দুটি ক্লাবের মধ্যে জুভেন্টাস কথাবার্তায় অনেকদূর এগিয়েছে। তারা এক বছরের চুক্তির অফার করেছে।
ডি মারিয়ার ইচ্ছা ছিল স্পেনে থাকা। তাই সে চেয়েছিল স্প্যানিশ কোন ক্লাবে আসতে। বার্সালোনাকে অফার করেছিল এই আর্জেন্টাইন তারকা। কিন্তু কথাবার্তা বেশিদূর যেতে পারেনি।
ইতালিয়ান গনমাধ্যমগুলো জানিয়েছে, ডি মারিয়ার জন্য এখন সবচেয়ে ভালো প্রস্তাব জুভেন্টাসেরই। ডি মারিয়াও নাকি এখন জুভেন্টাসে যেতে সম্মতি জানিয়েছে।