
কাতার বিশ্বকাপে ফেবারিটের আসনে ব্রাজিলকে না রাখার যেন কোন সুযোগ নেই। নামে কিংবা শক্তিতে, তারকা খ্যাতিতে সবকিছুতেই অনেক এগিয়ে দলটি। আর এই দলটির হাতেই এবারের বিশ্বকাপ দেখছেন সাবেক লিজেন্ড রবার্তো কার্লোস।
এবারের বিশ্বকাপে বেশ কিছু দলই আছে ফেবারিটের তালিকায়। জার্মানী, ফ্রান্সকে রাখতে হবে সবার আগেই। তারুণ্যের নির্ভর স্পেনকেও অবহেলা করা যাবে না। ডাকহর্স ইংল্যান্ড এবং বেলজিয়াম তো আছেই। চমক দেখাতে পারে নেদারল্যান্ড কিংবা পর্তুগাল। আর টানা ৩৩ ম্যাচ অপরাজিত আর্জেন্টিনা তো আছেই।
তবে ২০০২ বিশ্বকাপ জয়ী কার্লোস ব্রাজিলের ব্যাপারে বেশ আশাবাদী। ব্রাজিলের দীর্ঘদিন ধরে বিশ্বকাপ জেতার জন্য যে অপেক্ষা, তার অবসান এবার ঘটবে বলেই মনে করছেন তিনি।
কার্লোস বলেন, “সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ব্রাজিল একটি দুর্দান্ত দল। এই দলের এখনই সময় বিশ্বকাপ জেতার। আমি খুবই আশাবাদী। অবশ্য বিশ্বকাপ জেতা সহজ নয়। সাম্প্রতিক সময়ে ব্রাজিল দুর্দান্ত খেলেছে। আশা করছি দলকে সাফল্য এনে দেবে তারা।”