
উলভার হ্যাম্পটনে ২০২০-২১ মৌসুমে লোনে খেলেছিলেন ভিতিনহা। পারফর্মেন্স সন্তোষজনক হওয়ায় পোর্তো কোচ তাকে লোন থেকে নিয়ে আসেন পরের মৌসুমে। অর্থাৎ ২০২১-২২ মৌসুমটি তিনি পোর্তোতে ছিলেন এবং ক্লাবটির হয়ে লিগ শিরোপা জিতেন। দুর্দান্ত পারফর্ম করেন মৌসুম জুড়ে।
তার দুর্দান্ত পারফর্মেন্সের জন্য ম্যানইউর নজর পড়ে। কিন্তু ম্যানইউ কোন কিছু বুঝে উঠার আগেই পিএসজি এই পর্তুগীজ মিডফিল্ডারকে নিজেদের দলে টেনে নিল।
এখনও অফিশিয়াল ঘোষণা আসেনি। তবে সবকিছুই তৈরি। তাকে কিনতে পিএসজির খরচ হয়েছে ৩০ মিলিয়ন ইউরো। এটা ছিল তার রিলিজক্লজ।
প্যারিসিয়ান টাইমস জানিয়েছে, ভিতিনহার মেডিক্যাল সম্পন্ন হয়েছে। যেকোন সময়েই আসবে ঘোষণা। সে হচ্ছে পিএসজির নতুন মৌসুমের প্রথম সাইনিং। তাকে ক্লাবের বর্তমান এবং ভবিষ্যত গুরুত্বপূর্ণ প্লেয়ার হিসেবেই দেখা হচ্ছে।