
আবারও সেট-পিস থেকে গোল হজম করল বাংলাদেশ। তবে ঘুরে দাঁড়াতে সময় নিল স্রেফ পাঁচ মিনিট। মোহাম্মদ ইব্রাহিম সমতা ফেরানোর পর গোছাল ফুটবলের পসরা মেলে ধরল দল। নিজেদের মধ্যে দারুণ বোঝাপড়ায় পাসিং ফুটবলে সাজ্জাদ-রাকিব-সুফিলরা তুর্কমেনিস্তানের রক্ষণে ভীতি ছড়ালেন। তবে এর মধ্যেই আচমকা গোল হজম করে তুর্কমেনিস্তানের কাছে হারল বাংলাদেশ।
মালয়েশিয়ার কুয়ালা লামপুরের বুকিত জলিল জাতীয় স্টেডিয়ামে শনিবার এশিয়ান কাপের বাছাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে তুর্কমেনিস্তানের কাছে ২-১ গোলে হেরেছে বাংলাদেশ।
এ নিয়ে বাছাইয়ে টানা দুই ম্যাচ হারল বাংলাদেশ। বাহরাইনের কাছে ২-০ গোলে হেরে বাছাই শুরু করেছিল হাভিয়ের কাবরেরার দল। স্বাগতিক মালয়েশিয়ার কাছে ৩-১ গোলে হেরে বাছাই শুরু করা তুর্কমেনিস্তান পেল প্রথম জয়ের স্বাদ।
বিস্তারিত আসছে……..