
প্রথমবারের মতো আন্তর্জাতিক টেপ-টেনিস ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান। যেখানে অংশ নিতে প্রস্তুতি সেরেছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ভারতও। পাকিস্তানের জনপ্রিয় ইংরেজি গণমাধ্যম দ্য ফিন্যান্সিয়াল ডেইলি জানিয়েছে,
করাচিতে অনুষ্ঠিত হতে যাওয়া টেপ বল টুর্নামেন্টে অংশ নেবে ভারত, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, সংযুক্ত আরব আমিরাত, ওমান, সৌদি আরব এবং ইংল্যান্ডসহ আরও কয়েকটি দল। উল্লেখ্য দেশগুলো ছাড়াও চেষ্টা চলছে বাকি আরও কয়েকটি দেশের দল পাওয়ার। প্রথমবারের মতো অনুষ্ঠিতব্য টেপ-টেনিস ক্রিকেট টুর্নামেন্টের ডিরেক্টর জাওয়াইদ আলী বলেছেন, ‘এই প্রথম আমরা টেপ বলের আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছি। এটি করাচিতে অনুষ্ঠিত হবে আগামী ২০ জুন থেকে।
সবগুলো ম্যাচই রাতে খেলানোর পক্ষে। ভারত ইতিবাচক সাড়া দিয়েছে এবং আপত্তি ছাড়াই তারা পাকিস্তান সফরের ভিসা পেয়েছে।’ জাওয়াইদ আরও বলেন, ‘টেপ বলের ক্রিকেট এখন সব দেশেই আয়োজন হয়। এটা অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। উল্লেখিত দলগুলো যদি আমাদের সঙ্গে যোগ দেয় তবে এটি একটি ঐতিহাসিক আন্তর্জাতিক লীগ হয়ে উঠবে।’ টেপ-টেনিস ক্রিকেট টুর্নামেন্টের আয়োজকরা জানিয়েছে বিজয়ী দলের জন্য ৫০ লাখ পাকিস্তানি রুপি
এবং রানার্স আপের জন্য ৩০ লাখ রুপি দেয়া হবে পুরষ্কার হিসেবে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে করাচির নাজিমাবাদের ঈদগাহ ক্রিকেট মাঠে, যেখানে ৪০ বছর ধরে টেপ বল টি-টোয়েন্টি ক্রিকেট খেলা হচ্ছে। এই মাঠেই টি-টোয়েন্টি ফরম্যাট শুরু হয়েছিল এবং টেপ বল ক্রিকেটের ক্ষেত্রেও তাই হবে। এই টুর্নামেন্টটি সরাসরি সম্প্রচার করবে জিও সুপার।