
দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটসম্যান হাশিম আমলা, ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি আর অস্ট্রেলিয়ান তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চের মতো ব্যাটিং জিনিয়াসদের ছাড়িয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেলেন বাবর আজম। পাকিস্তানের বর্তমান অধিনায়ক বাবর আজম বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১০৭ বলে ৯টি বাউন্ডারির সাহায্যে ১০৩ রানের ইনিংস খেলেন। ওয়ানডেতে ৮৮ ম্যাচে ৮৫তম ইনিংসে সেঞ্চুরি করার মধ্য দিয়ে বেশ কিছু রেকর্ড গড়লেন পাকিস্তানের তরুণ এই অধিনায়ক।
এদিন সেঞ্চুরি করার মধ্য দিয়ে ওয়ানডেতে টানা তিন তথা হ্যাটট্রিক শতরান করেন বাবর।
বুধবার সেঞ্চুরি করার মধ্য দিয়ে অধিনায়ক হিসেবে দ্রুততম ১০০০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন বাবর। ওয়ানডেতে দ্রুততম ১৭টি সেঞ্চুরির নজির গড়েন এই তারকা ব্যাটসম্যান।
এর আগে দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা ব্যাটসম্যান হাশিম আমলা ওয়ানডেতে ৯৮ ইনিংস খেলে ১৭টি সেঞ্চুরি করেন। ১১২ ইনিংস খেলে সমান সংখ্যক সেঞ্চুরি করেন ভারতের এ সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি।
১১৩ ইনিংস খেলে ১৭টি সেঞ্চুরি করেন অস্ট্রেলিয়ার তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার। ওয়ানডেতে ১২১ ইনিংস খেলে ১৭টি সেঞ্চুরি করেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ।