
অবশেষে টি-টোয়েন্টি র্যাংকিংয়ে বাংলাদেশের উন্নতি হয়েছে। অন্যদিকে আফগানিস্তান দুই ধাপ নেমে গেছে। বর্তমান টি-টোয়েন্টি র্যাংকিং প্রকাশ করেছে আইসিসি। এই র্যাঙ্কিংয়ে বেশ কিছু পরিবর্তন এসেছে।
বর্তমান টি-টোয়েন্টি র্যাংকিংয়ে আফগানিস্তানকে টপকে আট ও নয়ে উঠেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এদিকে ইংল্যান্ডের সঙ্গে পয়েন্ট ব্যবধান বাড়িয়েছে ভারত। নতুন প্রকাশিত এই র্যাংকিংয়ে যথারীতি শীর্ষে আছে ভারত।
দুইয়ে অবস্থান করছে ইংল্যান্ড আর তিনে আছে পাকিস্তান। এরপর যথাক্রমে আছে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া। র্যাংকিংয়ে দুই ধাপ পিছিয়ে ছয়ে নেমে গেছে নিউজিল্যান্ড। যথারীতি সাতে আছে ওয়েস্ট ইন্ডিজ। আফগানিস্তান ছয় পয়েন্ট হারিয়ে দুই ধাপ নিচে নেমে গেছে। আর তাতেই র্যাংকিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশ এবং শ্রীলংকার।
বাংলাদেশের টি-টুয়েন্টির আরো উন্নতি আশা করছে ক্রিকেট প্রেমীরা। যদিও বাংলাদেশের বড় এক সমস্যা হার্ড হিটার ব্যাটসম্যানের অভাব। আসা করা হচ্ছে দলে আরো নতুন নতুন কিছু মুখ এসে এই অভাব পূরণ করে ফেলবে।