
শেখ কামাল ইয়ুথ টি-টোয়েন্টি ক্রিকেট লিগে তানভীর , শরিফ, অনুফ, দুরদান্ত বোলিং করে সবার নজর কেড়েছ পুরো টুর্নামেন্ট জুড়ে বল ব্যাটারদের নাস্তানাবুদ বল হাতে ঝড় তুলেছে এই বোলাররা।
বাংলাদেশের একমাএ বিশ্বকাপটি এসেছে যাদের হাত ধরে তাদের দিকে নজর না রাখলে কি চলে । তাইতো বিসিবি আয়েজন করেছেন YCL অনূর্ধ্ব ১৯ ইউথ টি টোয়েন্টি টুর্নামেন্টের আয়োজন যেখান থেকে বেরিয়ে আসবে আগামি দিনের যুবা বিশ্বকাপ দলের সদস্যরা।
রাজশাহী শহীদ কামরুজ্জামান চৌধুরী স্টেডিয়ামে আয়োজিত YCL অনুর্ধ ১৯ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট সফল ভাবে শেষ হয়েছে। আর এই বিসিবি করতিক আয়োজিত সফল এই টুর্নামেন্টে তানভিরের বোলিং তান্ডব দেখেছেন রাজশাহী বাশী তার বৌলিংয়ে মুগ্ধ নির্বাচকরা টি টোয়েন্টি আসরে ৪ ম্যাচ বল করে ৬.৩৪ ইকনোমিতে ৮ উইকেট শিকার করে হয়েছেন টুর্নামেন্ট সেরা বোলার সাউথ জোন দলে ডান হাতি ফাস্ট বোলার এক ম্যাচে ১১ রান দিয়ে ৪ উইকেট শিকার। টুর্নামেন্টের ২য় সর্বোচ্চ উইকেট শিকারী বোলার আহমেদ শরিফ ইস্ট জোন ইউথ দলের এই ফাস্ট বোলার টি টোয়েন্টি আসরে ৩ ইনিংস বল করে ৫.১১ ইকোনমিতে ৭ উইকেট শিকার করেন যার মধ্যে ৪ ওভার বল করে ১৩ রান ৩ উইকেট শিকার করেন।
টুর্নামেন্টের ৩য় উইকেট সংগ্রাহক হয়েছেন ইস্ট জোন ইউথ দলের অনুফ কান্তি। টি টোয়েন্টি টুর্নামেন্টের আসরে ৩ ইনিংস বল করে ৭.১২ ইকোনোমিতে ৬ উইকেট শিকার করেন। তার মধ্যে এক ইনিংসয়ে ৪ ওভারে ২২ রান ৩ উইকেট শিকার করেন এই বাম হাতি স্পিন বোলার। ক্রিকেট বাংলাদেশের মানুষের প্রাণ। সাকিব, মুশফিক, মাশরাফিরা বাংলার ক্রিকেটের জান। সময়ের পালাবদলের সাথে সাথে
সাকিব,মুশফিক, মাশরাফি, তামিমরা হারিয়ে যাবে এইটাই স্বাভাবিক। এবং তাদের বিপরীতে বাংলার ক্রিকেটের হাল ধরবে নতুনরা। আর সেই নতুন ক্রিকেটার বের করার জন্যেই হয় YCL অনূর্ধ্ব ১৯
ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন আর সেখান থেকেই বের করার চেষ্টা চলে নতুনদের। YCL অনূর্ধ্ব ১৯ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ক্রিকেটারদের পরিক্ষার মঞ্চ আর এই পরিক্ষার মঞ্চে যারা ভালো
করবে তাদের নিয়েই যুব বিশ্বকাপ দল গঠন করা হবে জায়গা করে নিবে আরিফুল পিয়েন তন্ময় ইমরানরা যুব বিশ্বকাপে জায়গা করে করে শুভ কামনা রইলো তাদের