
ক্লাব ফুটবলে বার্সেলোনার হয়ে এক ম্যাচে পাঁচ গোলের রেকর্ড রয়েছে লিওনেল মেসির। কিন্তু জাতীয় দলের জার্সিতে এর আগে তিন গোলের বেশি ছিল না কোনো ম্যাচে। এবার সেই আক্ষেপও যেনো দূর করে নিলেন আর্জেন্টাইন তারকা।
ফিফা প্রীতি ম্যাচে এস্তোনিয়ার বিপক্ষে একাই পাঁচ গোল করলেন মেসি। জাতীয় দলের জার্সিতে এবারই প্রথম কোনো ম্যাচে তিনের বেশি গোল করলেন তিনি। ক্যারিয়ারের অষ্টম আন্তর্জাতিক হ্যাটট্রিকের এটিকে পাঁচ গোলে লিওনেল মেসি।
এদিন খেলার মাত্র ৮ মিনিটেই পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নিয়ে যান মেসি। বিরতির আগে ৪৫ মিনিটে নিজের ও দলের দ্বিতীয় গোল করেন তিনি।
আর বিরতি থেকে ফিরেই ৪৭ মিনিটে গোল করে নিজের অষ্টম হ্যাটট্রিক পূরণ করেন মেসি। এরপর ৭১ ও ৭৬ মিনিটে আরো দুইটি গোল রীতিমতো গোল উৎসব করেন এই ফুটবল ইশ্বর।
দেখুন মেসির গোলগুলোর ভিডিও –
All Goals Leo Messi vs Estonia. pic.twitter.com/eIjaGexcHJ
— Fast GøaIs. (@i6astv) June 5, 2022
The whole Estonian team stopped at the whistle but look at shameless Messi
Omg 😭😭😭pic.twitter.com/hTXiKt55tg
— CR7 Rap Rhymes (@cr7raprhymes) June 5, 2022