ঢাকা: মিরপুর টেস্টের আগে শনিবারের পূর্ব নির্ধারিত অনুশীলন বাতিল করে বাংলাদেশ দল। তবে হঠাৎ করেই বিকেলে হাজির হন সাকিব আল হাসান।
বিকেল ৪টার দিকে ব্যক্তিগতভাবে অনুশীলনের জন্য সাকিব এসেছেন মিরপুরে। করোনামুক্ত হয়ে চট্টগ্রাম টেস্টে নেমেছেন মাত্র ৩০ মিনিট অনুশীলন করে। বল হাতে প্রথম ইনিংসে ৩ উইকেট নিয়েছেন আর ব্যাট হাতে করেছেন ২৬ রান। দ্বিতীয় ইনিংসে কোনো উইকেট পাননি, আর ব্যাটিংয়েও নামতে হয়নি।
চট্টগ্রাম থেকে বাংলাদেশ ঢাকায় আসে ২০মে। আজ ২১ মে দলীয় অনুশীলন বাতিল করলেও সাকিব নিজেকে ঝালিয়ে নেওয়ার জন্য আসেন মিরপুরে। গাড়ি থেকে নেমেই চলে যান ইনডোরে।