
বড় টুর্নামেন্টে ব্রাজিলের অংশ নেওয়া মানেই ফেভারিট হিসেবেই অংশ নেওয়া। আর বিশ্বকাপ এলে তো নিশ্চিতভাবেই জ্বলে ওঠে সেলেকাওরা। ব্যতিক্রম নয় এবারও। কাতার বিশ্বকাপেও ফেবারিটের তকমা নিয়েই যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
কাতার বিশ্বকাপের আগে তৈরি হওয়া ব্রাজিলের এবারের দলটি রীতিমত তারকায় ঠাসা। যদিও প্রতিবারই ব্রাজিলের দলটি তারকায় ভরপুর থাকে। তবে এবার একটু অন্যরকম। সবাই আছেন সেরা ছন্দে।
গোলপোস্টে অ্যালিসন বেকার, এডারসন থেকে শুরু করে আক্রমন ভাগে নেইমার পর্যন্ত, সবাই দারুণ ফর্মে আছে। আর ফর্মে থাকা ব্রাজিলিয়ানদের সামনে যেকোন দলই উড়ে যেতে পারে।
দিন কয়েক আগে পিএসজির ফউটবলারদের সঙ্গে ইনস্টগ্রামে লাইভ আড্ডায় উঠে আসে বিশ্বকাপ প্রসঙ্গ। সেখানে নিজের দেশের বিশ্বকাপ জয়ের প্রসঙ্গে নেইমার বলেন, “কোন দলটি বিশ্বকাপ জয়ের জন্য ফেবারিট? অবশ্যই ব্রাজিল।”