অস্ট্রেলিয়া বিশ্বকাপে বাজিমাত করবে পাকিস্তান!

pak

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও দলগত পারফরম্যান্সে বাজিমাত করতে পারে পাকিস্তান, এমনটাই বিশ্বাস করেন শাদাব খান। সংযুক্ত আরব আমিরাতে সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে দলগত পারফরম্যান্সে বেশ নজর কেড়েছিল পাকিস্তান।

যেখানে সুপার টুয়েলভের একমাত্র অপরাজিত দল হিসেবে টানা পাঁচ ম্যাচ জিতে সেমিফাইনালে উঠেছিল তারা। যদিও শেষ চারের হাড্ডাহাড্ডি লড়াইয়ে অস্ট্রেলিয়ার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল বাবর আজমের। তবে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও দলগত পারফরম্যান্সে বাজিমাত করতে পারে পাকিস্তান, এমনটাই বিশ্বাস করেন দলটির সহ-অধিনায়ক ও তারকা অলরাউন্ডার শাদাব খান।

পাকিস্তানের স্বনামধন্য সংবাদ মাধ্যম ‘ক্রিক উইক’ কে দেওয়া এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে তিনি বলেন, দল হিসেবে আমাদের একে অপরের সক্ষমতার ওপর অনেক আস্থা আছে। ভালো ব্যাপার হলো, আমাদের সকল শীর্ষ ব্যাটার এবং বোলাররা পিএসএলে নিজ নিজ ফ্র্যাঞ্চাইজির নেতৃত্ব দিচ্ছেন। যা তাদের আন্তর্জাতিক অঙ্গনে সফল হওয়ার জন্য অত্যন্ত প্রয়োজনীয় অভিজ্ঞতা দেয়।

সেরা ছন্দে থাকা বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও ফখর জামানকে নিয়ে গড়া পাকিস্তানের টপ-অর্ডার বাড়তি অনুপ্রেরণা যোগাচ্ছে শাদাব খানকে। পাকিস্তানি অলরাউন্ডার বলেন, সংযুক্ত আরব আমিরাতে আমরা যেরকম পারফরম্যান্স করেছিলাম, অস্ট্রেলিয়ায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও একই রকম পারফরম্যান্সের প্রতিফলন ঘটাতে পারি। বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ান দুজনেই খুব ভাল পেস খেলেন এবং ফখর জামান যেভাবে খেলছেন,

আমাদের দারুণ একটা টপ-অর্ডার আছে। আর অস্ট্রেলিয়া বিশ্বকাপে নিজেদের সম্ভাবনা প্রসঙ্গে শাদাব খান বলেন, “ইদানীং আমরা যেভাবে আমাদের ক্রিকেট খেলছি, তাতে আসন্ন বৈশ্বিক ইভেন্টে আমরা বাজিমাত করতেই পারি।”

You May Also Like