
নাঈমের ঘূর্ণিতে পরাস্ত আসিথা ফার্নান্দো। তার কুইকার বুঝতেই পারেননি আসিথা, বল সরাসরি আঘাত হানে উইকেটে। এর মাধ্যমে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন এই স্পিনার। তারপর ১৯৯ রান করা ম্যাথিউসের উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা ৬ উইকেট শিকার করেন এই ডানহাতি অফস্পিনার।
মাত্র ৮ টেস্টের ক্যারিয়ারে নাঈমের এটি তৃতীয় ফাইফার। অথচ তার খেলার কথাই ছিল না এই টেস্টে। মেহেদি হাসান মিরাজ ইনজুরিতে পড়লে তার সুযোগ আসে। নিজের ঘরের মাঠে নাঈম চিনিয়ে দিলেন নিজের জাত। সবশেষ টেস্ট খেলেছিলেন গত বছরের ফেব্রুয়ারিতে।
এরপর দলের বাইরে ছিলেন। ইনজুরি আর অফ ফর্মের কারণে জায়গা পাকাপোক্ত করতে পারেননি।
অবশেষে সুযোগ পেয়েই দুর্দান্ত বোলিংয়ে ৬ উইকেট নিয়ে বুঝিয়ে দিলেন তিনি হারিয়ে যাননি। শ্রীলঙ্কার বিপক্ষে নাঈম ৩০ ওভার বল করে ৪টি মেডেন দিয়ে ১০৫ রানের বিনিময়ে নিয়েছেন ক্যারিয়ার সেরা ৬ উইকেটে।
22-year-old Nayeem Hasan picks up his third Test five-for, and Sri Lanka are nine wickets down now! #BANvSL
— ESPNcricinfo (@ESPNcricinfo) May 16, 2022