w w w w w w – ১৫ মাস পর ফিরেই ৬ উইকেট নাইমের

তার ক্যারিয়ারটা শুরুই হয়েছিল ৫ উইকেট দিয়ে। ২০১৮ সালের নভেম্বরে চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজের অভিষেক টেস্টের প্রথম ইনিংসে ফাইফার তুলে নিয়েছিলেন নাইম হাসান। এরপর আরও একবার ৫ উইকেট পেয়েছেন ২০২০ সালের ফেব্রুয়ারিতে,

জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুরে। ৭ টেস্টের ক্যারিয়ারে মোট ২৫ উইকেট শিকার করেন নাইম। নিজের সর্বশেষ টেস্টেও খুব খারাপ করেননি। নেন ৩ উইকেট। তারপরও গত বছরের ফেব্রুয়ারির পর আর টেস্ট দলে দেখা যায়নি নাইমকে।

মেহেদি হাসান মিরাজ অফস্পিনার কোটায় জায়গা পাকা করে ফেলায় টিম কম্বিনেশনে সুযোগ মেলেনি নাইমের। সেই মিরাজের চোটেই ১৫ মাস পর দলে ফিরলেন। আর ফিরেই পেলেন ৫ উইকেটের দেখা।

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে শ্রীলঙ্কার বিপক্ষে এই ফাইফার ছুঁয়েছেন নাইম। প্রথম দিন ২ উইকেট নেওয়ার পর আজ নিয়েছেন আরও ৪টি। সবমিলিয়ে ১০৫ রানে মোট ৬ উইকেট।

দুর্দান্ত বোলিং করা নাইম নিয়েছেন লঙ্কান ইনিংসের সবচেয়ে গুরুত্বপূর্ণ উইকেটটিও। অ্যাঞ্জেলো ম্যাথিউসকে হতাশায় ‍ডুবিয়ে ১৯৯ রানে সাজঘরে ফেরান এই অফস্পিনার।

You May Also Like

About the Author: