আইপিএল পয়েন্ট টেবিল: ১৪ পয়েন্টে শেষ করতে পারে ৬ দল, দেখেনিন প্লে-অফের কঠিন সমীকরণ

Untitled design 2022 05 15T232806.555

IPL 2022 Playoffs Qualification: সপ্তাহকয়েক আগেও চারটি দল স্পষ্টতই ফেভারিট ছিল। তবে সম্প্রতি জমে উঠেছে আইপিএলের প্লে-অফের লড়াই। আপাতত যা পরিস্থিতি, তাতে তৃতীয় এবং চতুর্থ দলের জন্য ছ’টি দল লড়াইয়ে আছে। শুধু তাই নয়, এমন পরিস্থিতি তৈরি হতে পারে যে ছ’টি দল ১৪ পয়েন্টে থাকবে। সেক্ষেত্রে নেট রানরেটের নিরিখে দু’টি দল প্লে-অফে যাবে।

রয়্যালস চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: গুজরাট টাইটানসের বিরুদ্ধে হেরে গেলে বিরাট কোহলিরা ১৪ পয়েন্টে আটকে থাকবেন। নেট রানরেট -০.৩২৩।

দিল্লি ক্যাপিটালস: পঞ্জাব কিংসের হেরে গেলে এবং মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে দিলে ১৪ পয়েন্টে শেষ করবে দিল্লি। নেট রানরেট +০.২১০।

কলকাতা নাইট রাইডার্স: লখনউকে হারিয়ে দিলে ১৪ পয়েন্টে শেষ করবে নেট রানরেট +০.১৬০।

পঞ্জাব কিংস: দিল্লিকে হারিয়ে দিলে এবং সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হেরে গেলে ১৪ পয়েন্টে শেষ করবে। নেট রানরেট +০.০২৩।

সানরাইজার্স হায়দরাবাদ: মুম্বই এবং পঞ্জাবকে হারিয়ে দিলে ১৪ পয়েন্টে শেষ করবে। নেট রানরেট -০.২৭০।

You May Also Like