
একসঙ্গে জ্বলে উঠলেন লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপে। জোড়া গোল করলেন আর্জেন্টাইন তারকা। সেই দুই গোলে অবদান রাখার পর জালের দেখা পেলেন ফরাসি ফরোয়ার্ড।
মোঁপেলিয়েকে উড়িয়ে জয়ের পথে ফিরল মাওরিসিও পচেত্তিনোর দল।
আগেই লিগ ওয়ানের শিরোপা জেতা পিএসজি রোববার প্রতিপক্ষের মাঠে ম্যাচটি জিতেছে ৪-০ গোলে। অন্য গোলটি করেন আনহেল দি মারিয়া।
লিগে টানা তিন ড্রয়ের পর জয়ের স্বাদ পেল প্যারিসের দলটি। ম্যাচ বাকি আর একটি।
(বিস্তারিত আসছে)