ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করেছিলেন রবীন্দ্র জাদেজা। একের পর এক হারে টুর্নামেন্টের মাঝ পথেই নেতৃত্ব থেকে সরে দাঁড়াতে হয়েছে তাকে। এরপর পড়েছেন চোটে।
সেই চোটের কারণে আইপিএলের বাকি অংশ থেকেই ছিটকে যাচ্ছেন জাদেজা। এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচে তিনি চোটে পড়েন। এরপর দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে তাকে ছাড়াই মাঠে নেমেছিল চেন্নাই।
জাদেজাকে নিয়মিত পর্যবেক্ষণে রেখেছে চেন্নাইয়ের মেডিক্যাল দল। যদিও তার ইনজুরির কোনো উন্নতি হচ্ছে না। বৃহস্পতিবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষেও তাই তাকে পাওয়া নিয়ে রয়েছে অনিশ্চয়তা। কারণ দল এই অলরাউন্ডারকে নিয়ে কোনো ঝুঁকি নিতে নারাজ।
আইপিএলের এবারের মৌসুমটা যেভাবেই হোক ভুলে যেতে চাইবেন জাদেজা। ১০ ম্যাচ খেলে তার ব্যাট থেকে এসেছে মাত্র ১১৬ রান। উইকেট নিয়েছেন মোটে ৫টি। তার এমন পারফরম্যান্সের কারণে দলও ভুগেছে পুরো আসর জুড়ে। মাঠের পারফরম্যান্স হতাশ করলেও কাগজে কলমে এখনও চেন্নাইয়ের প্লে অফে যাওয়ার সুযোগ রয়েছে।
যদিও বেঙ্গালুরু ও রাজস্থান রয়্যালসকে নিজেদের বাকি সবগুলো ম্যাচেই হারতে হবে। সেই সঙ্গে তাকিয়ে থাকতে হবে নেট রান রেটের দিকেও। আর যদি আর একটি ম্যাচে জেতে তাহলে তাদের পয়েন্ট দাঁড়াবে ১৬। তাহলে চেন্নাইয়ের প্লে অফে খেলার আশা নিভে যাবে।
চেন্নাই যদি তাদের পরের তিনটি ম্যাচ জিতে নিতে পারে তাহলে তাদের পয়েন্ট দাঁড়াবে ১৪। এরই মধ্যে গুজরাট টাইটান্স ও লক্ষ্ণৌ সুপার জায়ান্টস যথাক্রমে ১৮ ও ১৬ পয়েন্ট নিয়ে আইপিএলের প্লে অফ নিশ্চিত করে ফেলেছে অনেকটাই।