ভারতকে ২৬ বছরের লজ্জা থেকে মুক্তি দিল বাংলাদেশ!

Untitled design 2022 04 04T215531.127

এলেন-দেখলেন-চলে গেলেন এই হলো ডারবান টেস্টের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ব্যাটিংয়ের সারাংশ। কোনো ব্যাটসম্যান থিতু হওয়া তো দূর, নূন্যতম লড়াইটুকুও করতে পারলেন না। শেষ অবধি অলআউট হতে হলো নিজেদের ইতিহাসের দ্বিতীয় সর্বনিম্ন রানে।

২৭৪ রানের লক্ষ্য এমনিতে সহজ নয়, কিন্তু যেভাবে বাংলাদেশ গুটিয়ে গেল এমনটাও নিশ্চয়ই ভাবেনি কেউ। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ যে অলআউট হয়ে গেল মাত্র ৫৩ রানে। ম্যাচ হেরেছে ২২০ রানে। টেস্টে বাংলাদেশের এটি দ্বিতীয় সর্বনিম্ন সংগ্রহ। আগেরটা ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৩ রানে। তবে এই মাঠে যেকোন দলের সর্বনিম্ন রানের শীর্ষে এখন বাংলাদেশ। এর আগে ডারবানে সর্বনিম্ন রান ছিল ভারতের।

১৯৯৬ সালে ভারত অলআউট হয়েছিল ৬৬ রানে। ভারতকে যেন ২৬ বছরের লজ্জা থেকে মুক্তি দিল মুমিনুলরা। হারের আভাস আগের দিনই অবশ্য বোঝা যাচ্ছিল। মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম ও মুমিনুল হক ফেরত গিয়েছিলেন কেবল ৮ রান যোগ করে। কিন্তু কাজটা আসলে এত কঠিন কেইবা ভেবেছে! বাংলাদেশ যে খেলতে শেষদিনে খেলতে পারেনি এক ঘণ্টাও। ওভারের সংখ্যায় খেলেছে মাত্র ১৩ ওভার।

তাতেই হারিয়ে ফেলেছে সাত উইকেট। বাংলাদেশের ১০ ব্যাটসম্যানকে আউট করতে দুই স্পিনার সিমন হার্মার ও কেশভ মহারাজ ছাড়া আর কাউকে ব্যবহারই করেননি প্রোটিয়া অধিনায়ক ডিন এলগার। একাই ৭ উইকেট নিয়েছেন মহারাজ। বাকি ৩ টি হার্মারের

You May Also Like