
গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৭ উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। যার ফলে সিরিজে ১-১ সমতায় ফিরেছে দক্ষিণ আফ্রিকা। তাই তৃতীয় ওয়ানডে দুই দলের কাছে হয়ে দাড়িয়েছে অঘোষিত ফাইনাল।
তাই দুই দল চায়বে তাদের সেরা একাদশ নিয়ে মাঠে নামতে। সেঞ্চুরিয়ানে দুই দল আগামী ২৩ মার্চ বাংলাদেশ সময় বিকেল ৫টায় মাঠে নামবে।চলুন দেখে নেয়া যাক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে কেমন হতে পারে বাংলাদেশের একাদশ।
যথারীতি ওপেনিংয়ে তামিম ইকবালের সাথে থাকবেন লিটন দাস। টপ অর্ডারে সাকিব আল হাসানের পরেই রয়েছেন মুশফিকুর রহিম। তবে ৫ নম্বর ব্যাটিং করবেন প্রথম ওয়ানডে ম্যাচে ঝড়ো ফিফটি করা ইয়াসির আলী।এরপর মাহমুদুল্লাহ রিয়াদ আফিফ হোসেন এবং মেহেদী হাসান মিরাজের পজিশন।
৩ ফাস্ট বোলার মোস্তাফিজুর রহমান শরিফুল ইসলাম এবং তাসকিন থাকবেন সেরা একাদশে।৩য় ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ।হোসেন ধ্রুব, ইয়াসির আলী, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।