ইউরোপে আসার পর এতো বাজে মৌসুম কাটাননি নেইমার জুনিয়র। লিগ মৌসুমে মাত্র পাঁচ গোল করেছেন তিনি। আগের সর্বশেষ গোল করেছিলেন গত বছরের নভেম্বর। চ্যাম্পিয়নস লিগে রিয়ার মাদ্রিদের বিপক্ষে হেরে বিদায়ের পর লিগ ম্যাচে বোর্দের বিপক্ষে রোববার গোল পেলেন তিনি।
তার আগে ম্যাচে গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। নেইমার-এমবাপ্পের জুটিতে বোর্দোর বিপক্ষে পার্স দেস প্রিন্সেসে ৩-০ গোলে জিতেছে প্যারিসের দলটি। ২৮ ম্যাচে প্যারিসিয়ানরা তুলে নিয়েছে ৬৫ পয়েন্ট।দ্বিতীয় অবস্থানে থাকা নাইচের চেয়ে ১৫ পয়েন্টে এগিয়ে থেকে শিরোপা ছোঁয়া দূরত্বে চলে এসেছে।





ম্যাচের ২৪ মিনিটে এমবাপ্পে গোল করে দলকে প্রথম লিড এনে দেন। তাকে গোলে সহায়তা দেন গিনি উইজনালডম। দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে ব্রাজিলিয়ান তারকা নেইমার গোল করে দলকে ২-০ গোলে এগিয়ে নেন। আশরাফ হাকিমির বাড়ানো বল ধরে গোল করেন তিনি। এরপর লিয়ান্দ্রো প্যারদেস ৬১ মিনিটে গোল করে দলকে ৩-০ গোলের জয় এনে দেন।
তবে ম্যাচে জয় ছাড়িয়ে ঘটেছে অন্য ঘটনা। চ্যাম্পিয়নস লিগে রিয়ালের বিপক্ষে হেরে শেষ ষোলো থেকে বিদায় নেওয়ায় ভক্তরা মেসি-নেইমারকে দুয়ো দিয়েছেন। পুরো ম্যাচে দু’জনের একজন বল পেলেই ভক্তরা চিৎকার দিয়ে তাদের অপমান করেছেন। নেইমার গোল করলেও কমেনি ওই দুয়ো। পিএসজি ভক্তদের ওই অশোভন আচরণ মেনে নিয়েই খেলে গেছেন তারা।