বিশ্বসেরা এই ২ ক্রিকেটারকে পিছনে ফেলে বিশ্বের ১নং হলেন জাদেজা!

resize 1647111984402669941017519jadejaopt1

মোহালি টেস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে রবীন্দ্র জাদেজা ব্যাট হাতে অপরাজিত ১৭৫ রান ও দুই ইনিংস মিলিয়ে ৯টি উইকেট নিয়ে বিশ্বরেকর্ড গড়েন। যে কারণে আইসিসির প্রকাশিত সদ্য প্রকাশিত টেস্ট রাউন্ডারদের তালিকায় হোল্ডার ও অশ্বিনকে পিছনে ফেলে জাদেজা এক নম্বর হয়েছেন। যদিও এর আগে তিনি টেস্ট ক্রিকেটের বিশ্বসেরা অলরাউন্ডার হয়েছিলেন। সেই হিসেবে বলা যেতে পারে তিনি হারানো মুকুট আবারও ফিরে পেলেন। এবার দেখে নেওয়া যাক, এই মুহূর্তে বিশ্বের সেরা ৫ অলরাউন্ডার:

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

৫) বেন স্টোকস: ২৮৭ পয়েন্ট
দীর্ঘ সময় পর জাতীয় দলে ফিরেছেন বেন স্টোকস। মানসিক স্বাস্থ্যের কারণে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপও মিস করেছেন এই ইংলিশ তারকা। আইসিসির টেস্ট র‌্যাঙ্কিংয়ে অলরাউন্ডারের তালিকায় বেন স্টোকস ২৮৭ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছেন। তার টেস্ট ক্যারিয়ারের কথা বললে, ৭৭ টেস্টে ৪৯০৩ রান ও ১৬৭টি উইকেট নিয়েছেন।
৪) সাকিব আল হাসান: ৩২৪ পয়েন্ট
বাংলাদেশী অলরাউন্ডার সাকিব আল হাসানের আইসিসির টেস্ট র‌্যাঙ্কিংয়ে অলরাউন্ডারের তালিকায় অবস্থার কোন পরিবর্তন হয়নি। তিনি ৩২৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানেই রয়েছেন। এই বাঁহাতি ব্যাটিং অলরাউন্ডার এখনও পর্যন্ত ৫৯ টেস্টে ৪০২৯ রান ও ২১৫টি উইকেট নিয়েছেন। এই খেলোয়াড় শুধু তার পারফরম্যান্সের জন্যই না, মাঝেমধ্যে বিতর্কে জড়িয়ে পড়ার কারণেও খবরের শিরোনামে থাকেন।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

৩) রবীচন্দ্রন অশ্বিন: ৩৪৭ পয়েন্ট
বিখ্যাত ভারতীয় তারকা রবীচন্দ্রন অশ্বিনও একধাপ নিচে নেমে এসেছেন। ৩৪৭ পয়েন্ট নিয়ে তিনি আইসিসির টেস্ট র‌্যাঙ্কিংয়ে অলরাউন্ডারের তালিকায় তৃতীয় স্থানে রইলেন। সম্প্রতি কপিল দেবকে পিছনে ফেলে দ্বিতীয় ভারতীয় সর্বোচ্চ উইকেট শিকারি বোলার হন। রবীচন্দ্রন অশ্বিন এখনও পর্যন্ত ৮৫ টেস্টে ২৯০৫ রান ও ৪৩৬টি উইকেট নিয়েছেন।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

২) জেসন হোল্ডার: ৩৮২ পয়েন্ট
ওয়েস্ট ইন্ডিজের দুর্দান্ত অলরাউন্ডার জেসন হোল্ডার শীর্ষ স্থান হারিয়ে ৩৮২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে এসেছেন। জেসন হোল্ডার একজন ফাস্ট বোলার হওয়ার পাশাপাশি আক্রমনাত্মক ব্যাটিংয়ের কারণেও পরিচিত। টেস্ট ক্যারিয়ারে তার একটি ডাবল সেঞ্চুরিও রয়েছে। জেসন হোল্ডার এ পর্যন্ত ৫৪ টেস্টে ২৪৭৭ রান করেছেন এবং বল হাতে তুলে নিয়েছেন ১৪০টি উইকেট।

১) রবীন্দ্র জাদেজা: ৪০৬ পয়েন্ট
ভারতীয় তারকা রবীন্দ্র জাদেজা ৪০৬ পয়েন্ট নিয়ে আইসিসির টেস্ট র‌্যাঙ্কিংয়ে অলরাউন্ডারের তালিকায় শীর্ষস্থানে উঠে এলেন। সম্প্রতি মোহালি টেস্টে রবীন্দ্র জাদেজা দুর্দান্ত পারফরম্যান্সের কারণেই দুই ধাপ এগিয়ে, অর্থাৎ জেসন হোল্ডার ও রবীচন্দ্রন অশ্বিনকে পিছনে ফেলে শীর্ষস্থান অধিকার করেছেন। জাদেজা এখনও পর্যন্ত ৫৮ টেস্টে ২৩৭০ রান করার পাশাপাশি ২৪১টি উইকেট নিয়েছেন

You May Also Like