নতুন জার্সিতে আইপিএলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন মুস্তাফিজ

resize 16471035431105996299fgre

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে নিউ জার্সির মুস্তাফিজুর রহমান দিল্লি ক্যাপিটালস দলকে দেখাবে। ১৫ তম সংস্করণে দিল্লির ক্রিকেটাররা আরও লাল জার্সি পরবেন, যদিও আগের সংস্করণগুলির জার্সিগুলিতে খুব বেশি নীল ছিল। শনিবার (১২ মার্চ) দিল্লি নতুন জার্সি প্রকাশ করেছে, যেখানে গতবারের থেকে অনেকটাই বদল আসতে চলেছে তাদের পোশাকে। সমর্থকরা সাধুবাদ জানিয়েছেন এই জার্সিকে। এবারের জার্সিতে লালের পরিমাণ অনেকটাই বাড়ানো হয়েছে। নতুন জার্সিতে ডান দিকে নীল এবং বাঁ দিকে লাল রঙ রাখা হয়েছে।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

অধিনায়ক রিশভ পন্ত, পেসার এনরিচ নর্কিয়া এবং ব্যাটার ডেভিড ওয়ার্নারকে নতুন জার্সি পরিহিত অবস্থায় দেখা গিয়েছে। তারুণ্যকে তুলে ধরতেই এই ভাবনা বলে জানিয়েছে দল। এক বিবৃতিতে দিল্লি লিখেছে, ‘লাল এবং নীল রঙকে সমান জায়গা দিয়ে আমরা তারুণ্য এবং শক্তিকে তুলে ধরতে চেয়েছি। লালের অর্থ মাঠে ক্রিকেটারদের সাহসের প্রতীক।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

নীল হল ভারসাম্যের প্রতীক। দিল্লির লোগোয় থাকা বাঘ এবার আরও বড় জায়গা পেয়েছে জার্সিতে। কারণ এখন থেকে দল আরও বেশি আক্রমণাত্মক খেলবে।’ এবারের আইপিএল শুরু হচ্ছে মার্চের ২৬ তারিখ, ফাইনাল হবে ২৯ মে। চলতি আসরে নতুন দুটি দল লখনৌ সুপার জায়ান্টস ও গুজরাট টাইটানসে যোগ দেওয়ায় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগটিতে দলের সংখ্যা বেড়ে হয়েছে ১০।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেললে প্রত্যেক দলকে খেলতে হতো কমপক্ষে ১৮টি ম্যাচ। যেটা আগের আসরগুলোর তুলনায় ৪ ম্যাচ বেশি। ফলে ম্যাচ পরিচালনার সুবিধার্থে গ্রুপভিত্তিতে ভাগ করে আয়োজন করা হবে এবারের আইপিএল।আইপিএলের চলতি আসরে ১০ দল দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। প্রতিটি গ্রুপে থাকছে পাঁচটি করে দল।

টাইগার পেসার মুস্তাফিজুর রহমানের দিল্লি ক্যাপিটালসের সঙ্গী হিসেবে গ্রুপ ‘এ’-তে থাকবে মুম্বাই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস ও লখনৌ সুপার জায়ান্টস। অন্যদিকে গ্রুপ ‘বি’ থেকে অংশ নেবে চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদ, রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, পাঞ্জাব কিংস ও গুজরাট টাইটানস।

You May Also Like