‘NO’ বলে আউট আগরওয়াল, হা করে দাঁড়িয়ে দেখলেন রোহিত (ভিডিও)

Untl 121

দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে লড়ছে ভারতীয় ক্রিকেট টিম। প্রথম টেস্ট সহজে জিতে নেওয়া টিম ইন্ডিয়া এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করছে। অধিনায়ক রোহিত শর্মার এই সিদ্ধান্ত ভুল প্রমাণিত হয়

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

এবং ভারত তাদের দুই ওপেনারকে মাত্র ২৯ রানে হারিয়ে দেয়। একই সঙ্গে প্রথম দুই উইকেটের একটি ছিল মায়াঙ্ক আগরওয়ালেরও। অধিনায়ক রোহিতের কারণেই মায়াঙ্কের উইকেট পড়ে যায়। দ্বিতীয় টেস্টে মায়াঙ্ক আগরওয়ালের রূপে প্রথম ধাক্কা পেল ভারতীয় টিম। এই উইকেটের জন্য মায়াঙ্ক দায়ী না হলেও অধিনায়ক ছিলেন রোহিত নিজেই। আসলে এমনটা হয়েছে যে ম্যাচের দ্বিতীয় ওভারেই রান আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন মায়াঙ্ক আগরওয়াল।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

শ্রীলঙ্কা থেকে ওভার বল করতে আসা বিশ্ব ফার্নান্দো সোজা চলে যান মায়াঙ্কের প্যাডে। এরপর জোরালো আবেদন জানায় শ্রীলঙ্কা টিম। তবে আম্পায়ার এই আপিলকে তেমন গুরুত্ব দেননি। এদিকে মায়াঙ্ক ও রোহিত এই পরিস্থিতির সুযোগ নিয়ে দৌড়ানোর চেষ্টা করেন। মায়াঙ্ক তার ক্রিজ ছেড়ে অনেক দূর এগিয়ে আসেন এবং রোহিতও তার ক্রিজ থেকে বেরিয়ে আসেন। কিন্তু তারপরে রোহিত ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং শ্রীলঙ্কা টিম মায়াঙ্ককে রান আউট করে।’

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

আশ্চর্যজনকভাবে, এই বলটি ছিল নো বল। কিন্তু মায়াঙ্ক রান আউট হন এবং এই কারণে তাকে রান আউট করা হয়। মায়াঙ্ক রান আউট হওয়ার পর বোলারের এই বলে নো বল দেন অধিনায়ক। সেই অনুযায়ী চরম অন্যায়ের শিকার হন মায়াঙ্ক। এই ঘটনার পর ক্যাপ্টেন রোহিত নিজেও খুব একটা খুশি দেখালেন না এবং উভয় খেলোয়াড় একে অপরের দিকে তাকাতে শুরু করলেন। যদিও পরে রোহিত নিজেও মাত্র ১৫ রান করে আউট হন।

ভারতীয় টিমের শুরুটা খুব খারাপ হয়েছিল। টানা দ্বিতীয় ম্যাচেও কোনো মিরাকল দেখাতে পারেননি মায়াঙ্ক আগরওয়াল। মাত্র চার রান করে আউট হন তিনি। যদিও রোহিতের ভুলের কারণে আউট হন মায়াঙ্ক। এরপর রোহিতও কোনো ক্যারিশমা দেখাতে পারেননি। ১৫ রান করে লাসিথ অ্যাম্বুলডেনিয়ার শিকার হন তিনি। একই সময়ে হনুমা বিহারীও ৩১ রান করে আউট হন। দেখুন ভিডিও
https://twitter.com/rishobpuant/status/1502566850722369539?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1502566850722369539%7Ctwgr%5Ehb_2_8%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.bigonewz.com%2Fnews%2F23544

You May Also Like