মাত্র পাওয়াঃ হঠাৎ করেই অনেক বড় সুখবর দিলেন মাশরাফি!

20220312 215705

ইনজুরির কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকে ছিটকে গেছেন মাশরাফি বিন মুর্তজা। তবে মাশরাফি ভক্তদের আক্ষেপের অবসান হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ দিয়ে। ডিপিএলের মাধ্যমে মাঠে ফিরছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও অভিজ্ঞ ক্রিকেটার মাশরাফি। এবারের ডিপিএলে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে খেলবেন তিনি। দলবদলে রূপগঞ্জে জায়গা করে নিলেও মাশরাফিকে নিয়ে খানিক শঙ্কা ছিল। কোমরের চিকিৎসা নিতে মাশরাফি গিয়েছিলেন ভারতে। ইঞ্জুরি পুরোপুরি সারাতে আবারও তাকে যেতে হবে অস্ত্রোপচারের টেবিলে। তবে এ মুহূর্তে অস্ত্রোপচার লাগছে না, নিশ্চিত করেছেন মাশরাফি নিজেই।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

ভারতের চিকিৎসকরা মাশরাফিকে পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যেতে বলেছেন। তাই ডিপিএলেও অংশ নিতে পারবেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মাশরাফি লিখেছেন, ‘গত তিন দিন অর্থোপেডিক ডাক্তার, সার্জন, স্পোর্টস মেডিসিন ডাক্তার ও ফিজিওর সঙ্গে সময় দিয়ে অবশেষে ৮ নম্বর সার্জারি থেকে বিরত থাকলাম। হয়ত পরে কোনো একসময় দেখা যাবে। আবারও সেই পুনর্বাসন শুরু। এর শেষ কোথায় আল্লাহ জানে। আপাতত মাঠ ডাকছে। বাকিটা আল্লাহ ভরসা।’

ডিপিএলে অংশ নেওয়ার বিষয়টি খোলাসা করে মাশরাফি আরও লিখেছেন, ‘লিজেন্ডস অব রূপগঞ্জ, ইনশাআল্লাহ মাঠে দেখা হবে।’

২০২০ সালে করোনা মহামারীর কারণে বন্ধ হওয়ার আগে শেখ জামালের হয়ে এক ম্যাচ খেলেছেন মাশরাফি। এরপর টি-টোয়েন্টি ফরম্যাটে নতুন টুর্নামেন্ট মাঠে গড়ায় গত বছর, তখন আর খেলা হয়নি। ওয়ানডে ফরম্যাটের ডিপিএল আবারও মাঠে গড়াচ্ছে দেখে বেশ খুশি ‘নড়াইল এক্সপ্রেস’ খ্যাত এই ক্রিকেটার।

You May Also Like