
বিশ্বের ঘরোয়া ক্রিকেটের অন্যতম সেরা সর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সূচি প্রকাশিত হয়েছে বেশ আগেই। টুর্নামেন্টের ১৫তম আসরের পর্দা উঠতে যাচ্ছে আগামী ২৬ মার্চ। তবে প্রথম দিন নেই মুস্তাফিজুর রহমানের দল দিল্লী ক্যাপিটালসের কোনো ম্যাচ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৫তম আসরকে ঘিরে অনুষ্ঠিত হয়ে যাওয়া মেগা নিলাম থেকে মুস্তাফিজুর রহমানকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে দিল্লী ক্যাপিটালস। গত আসরে রাজস্থান রয়্যালসের হয়ে মাঠ মাতানো মুস্তাফিজ বল হাতে দারুণ ছন্দে থাকার পর এবারের নিলামে কাটার মাস্টারের ভিত্তিমূল্য ধরা হয়েছিল আগেরবারের চেয়ে দ্বিগুণ। যেখানে তার মূল্য দাঁড়িয়েছিল ২ কোটি রুপি।





এদিকে প্রকাশিত সূচি অনুযায়ী ম্যুস্তাফিজুর রহমানের দল দিল্লী ক্যাপিটালস নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে উদ্বোধনী দিনের পরদিন। অর্থাৎ ২৭ মার্চ নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে তারা। ১০ দল নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের আইপিএলে দুই গ্রুপে ভাগ করে দেয়া হয়েছে দলগুলোকে। প্রতিটি দল নিজ গ্রুপ ছাড়াও অন্য গ্রুপের দলের বিপক্ষে খেলবে ম্যাচ। প্রথম রাউন্ডে প্রতিটি দল খেলবে ১৪টি করে ম্যাচ।
দিল্লী ক্যাপিটালস নিজেদের প্রথম ম্যাচে ২৭ মার্চ মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্সের। দুই দলের মধ্যকার প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় বিকাল ৪টায়। মুম্বাইর ব্রাবুম স্টেডিয়ামে টুর্নামেন্টের দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হবে ম্যাচটি।





দিল্লী ক্যাপিটালস গত আসরের মত এবারের আসরে শক্তিশালী স্কোয়াড গঠন করেছে। স্থানীয় ক্রিকেটারদের পাশাপাশি বিদেশি তারকারও ছড়াছড়ি রয়েছে দলটিতে। মুস্তাফিজুর রহমান ছাড়াও এই দলের হয়ে খেলবেন ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ কিংবা এনরিখ নরকিয়ার মত বিদেশি তারকারা।
এক নজরে দেখে নেয়া যাক দিল্লী ক্যাপিটালসের স্কোয়াড
পৃথ্বী শ, কমলেশ নাগরকোটি, চেতন সাকারিয়া, রিপাল প্যাটেল, যশ ধুল, ভিকি ওস্তাল, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, মুস্তাফিজুর রহমান, মানদীপ সিং, শার্দূল ঠাকুর, অ্যানরিখ নরকিয়া, কেএস ভারত, লুঙ্গি এনগিডি, অক্ষর প্যাটেল, কূলদীপ যাদব, টিম সেইফার্ট, সরফরাজ খান, প্রবীণ দুবে, অশ্বিন হেব্বার, রভম্যান পাওয়েল, ললিত যাদব, রিশভ পান্ত ও খলিল আহমেদ।