যে কারণে ব্যালন ডি’অরে ভোট দিতে পারবে না বাংলাদেশ!

20220312 205615

১৯৫৬ সালে যখন ব্যালন ডি’অরের যাত্রা শুরু হয় তখন এর বিচারক ছিলেন ১৬ জন। সেখান থেকে ২০২১ সালে এই অনুষ্ঠানের বিচারক দাঁড়ায় ১৭০ জনে। কিন্তু এবার ব্যালন ডি’অরকে আরও স্বচ্ছ ও প্রশ্নাতীত করতে চারটি নতুন নিয়ম জারি করেছে আয়োজকরা।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

ব্যালন ডি’অরের কর্তৃপক্ষের মতে, বিচারক বাড়লেই বিচারের মান ভালো হয় না। উল্টো বিচারের মান কমিয়ে দেয়। ফলে যেসব দেশের ফুটবল সংস্কৃতি নেই, ঐতিহাসিক অর্জন নেই, বড় কোনো আসরে খেলার অভিজ্ঞতা হয়নি তাদেরকে বাইরে রাখলেই বিচারের মান ভালো হবে। সেই মান যাচাই করতে র‍্যাংকিং পন্থাকেই বেছে নিয়েছে আয়োজকরা। ছেলেদের ক্ষেত্রে শীর্ষ ১০০ দেশ আর মেয়েদের ক্ষেত্রে শীর্ষ ৫০ দেশ ভোট দেবার অধিকার রাখবে। অবশ্য শুধু বাংলাদেশ নয়, ভারতসহ উপমহাদেশের কোনো দেশই ভোট দিতে পারবে না। এমনকি ১০০’র বাইরে থাকা ফুটবলে উন্নত অনেক দেশই হারাবে ভোট দেবার সুযোগ।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

এর বাইরে মৌসুম হিসেবে এবার বর্ষপুঞ্জি নির্ধারণ করেছে ফ্রেঞ্চ ফুটবল। আগের নিয়মে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ফুটবলারদের পারফরমেন্স দেখা হতো। ফলে, দুটি মৌসুমের অর্ধেক অর্ধেক বিবেচনা করতে হতো। কিন্তু এবার আগস্ট থেকে জুলাই পর্যন্ত ফুটবল মৌসুমে নির্ধারিত হবে ফুটবলারদের শ্রেষ্ঠত্ব। এছাড়া ফুটবলারদের তালিকা বাছাইয়ের ক্ষেত্রেও সতর্ক ফ্রান্স ফুটবল। লে’কিপের লেখকদের সাথে এবার দূত হিসেবে থাকছেন দিদিয়ের দ্রগবা। তাদের সাথে ভিয়েতনাম ও চেক প্রজাতন্ত্রের দুই জন সাংবাদিকও থাকবে প্রাথমিক তালিকা তৈরি করতে।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

এছাড়া ব্যালন ডি’অর পুরস্কার নিয়ে অনেকেই বিভিন্ন সময় প্রশ্ন তোলেন। তবে সেটি ফ্রেঞ্চ ফুটবল আবারও পরিষ্কার করে দিলো তাদের ৪র্থ নিয়মে। ফুটবলারের ব্যক্তিগত অর্জন, দলগত অর্জন, খেলোয়াড়ি মান-চেতনা বিবেচনায় আনা হলেও মৌসুমের আগের কোনো অর্জন ধরা হবে না।

এত সব নিয়মে ব্যালন ডি’অরে আর ভোট দেবার সম্ভাবনা বাংলাদেশের নেই বললেই চলে। কারণ র‍্যাংকিংয়ে সেরা ১০০’তে ঢোকা আসলেই সম্ভব কি না তা কল্পনাও করতে পারছে না কেউ।

You May Also Like