
এখন থেকে কোনো ক্রিকেটার নন, বোর্ডই সিদ্ধান্ত নেবে কোন ক্রিকেটার কখন কোন সিরিজ থেকে বিশ্রাম বা ছুটি পাবেন। সেক্ষেত্রে ক্রিকেটাররা সিরিজের দল ঘোষণা ও পরিকল্পনার আগে বোর্ডকে অবহিত করতে হবে নিজেদের চাহিদা সম্পর্কে। বেশ জলঘোলার পর দক্ষিণ আফ্রিকা সফরে যেতে রাজি হয়েছেন সাকিব। যদিও মাত্র কিছু দিন আগে তিনি দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছুটি নিয়েছিলেন।





যখন সাকিব ছুটি নিয়েছেন বা চেয়েছেন, ততক্ষণে দলও ঘোষণা করা হয়ে গেছে। স্বভাবতই এতে বিপাকে পড়েছিল দল। তবে ছুটির সিদ্ধান্ত থেকে সরে এসে সাকিব জানালেন, এখন থেকে বোর্ডই জানাবে কবে তিনি ছুটিতে থাকবেন বা বিশ্রামে থাকবেন। সাকিব বলেন, ‘পাপন ভাইর সাথে গত পরশু রাতেও, কালও, আজও বোর্ডে কথা হয়েছে। আমরা পুরো বছরের পরিকল্পনা করতে পেরেছি। যেহেতু আমি তিনটা ফরম্যাটেই আছি, আমি তিন ফরম্যাটেই সবসময় এভেইলেবল থাকব। বোর্ড সবসময় সিদ্ধান্ত নেবে, কোন সময় আমাকে বিশ্রাম দেওয়া জরুরী কিংবা দেওয়া দরকার। দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকেই এটা হবে। তো আমি দক্ষিণ আফ্রিকা সিরিজেও এভেইলেবল।’





বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, ধকল সামলাতে ক্রিকেটাররা ছুটি নিতে পারেন, তবে এ ব্যাপারে আগে বোর্ডকে অবহিত করতে হবে। তাদের আবেদনের প্রেক্ষিতে সিদ্ধান্ত নেবে বোর্ড। সিরিজের প্রাক্বালে ক্রিকেটাররা যেন ছুটি না চান, এই আহ্বান জানিয়েছেন তিনি।
পাপন বলেন, ‘সিনিয়র ক্রিকেটারদের ওপর কিন্তু অনেক চাপ। আমাদের এ বছর ১৪টা ওয়ানডে, ১৫টা টি-টোয়েন্টি, ৮টা টেস্ট আছে। টানা এত খেলা তাদের জন্য আসলেই অসুবিধার। এটা আমাদেরকে বুঝতে হবে। যদি কেউ কোনো ফরম্যাট খেলতে না চায়, তাহলে আগে আগে বলে দিবে। কিন্তু সিরিজের আগমুহূর্তে বললে আমাদের জন্য বিরাট সমস্যা।’