মাত্র পাওয়াঃ সিদ্ধান্ত আসছে সাকিবের ক্যারিয়ার নিয়ে, কি হবে সাকিবের!

20220312 133646

সাকিব আগেই জানিয়েছিলেন নিয়মিত তিন ফরম্যাটে খেলতে চান না। তারপরও সাকিবকে তিন ফরম্যাটেই কেন্দ্রীয় চুক্তিতে রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে তিনি কি তিন ফরম্যাটে খেলবেন? সে জন্যই আজ পাপনের সঙ্গে বৈঠকে বসেছেন সাকিব। তাদের সঙ্গে আছেন বোর্ডের পরিচালকরাও।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

গত বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরেছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। এক মোবাইল কোম্পানির বিজ্ঞাপনের কাজ সেরে দেশে ফিরে অবশ্য সাংবাদিকদের এড়িয়ে গেছেন সাকিব। আজ অবশ্য বোর্ডের সঙ্গে বসেছেন তিনি। যেখানে আছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও। তার সঙ্গে বৈঠকে রয়েছেন সাজ্জাদুল আলম ববি, ইসমাইল হায়দার মল্লিক ও তানভীর আহমেদ টিটু। এ ছাড়াও ডিসিপ্লিনারি কমিটির ভাইস চেয়ারম্যানও এসেছেন বৈঠকে।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

ভবিষ্যতে সাকিব কোন ফরম্যাটে খেলতে চান আর কোনটিতে খেলতে চান না, তা নিয়েই জানতে চায় বোর্ড। এদিকে গতকাল সাকিবকে তিন ফরম্যাটে রাখার কারণ জানিয়েছেন বাংলাদেশ দলের নির্বাচক মিনহাজুল নান্নু। তিনি বলেছেন, ‘এ বছর আমাদের অনেক খেলা আছে। আগামী এক বছর আমরা সাকিবের কাছ থেকে আরও ভালো পারফরম্যান্স চাচ্ছি। ২০২২ সালে আমাদের অনেক খেলোয়াড় লাগবে। সেরা খেলোয়াড়কে আমরা সবসময়ই তিন ফরম্যাটে চাই। আশা করছি, রিফ্রেশ হয়ে ফিরে এসে সাকিব তিন ফরম্যাটেই খেলবে।’

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

এদিকে সাকিব বিশ্রাম চাইলে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন খেপে যান। প্রিয় শিষ্যের এমন আচরণে চটেন বিসিবির টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনও। তিনি বলেছিলেন, বোর্ডের চুক্তিবদ্ধ ক্রিকেটার হিসেবে এমনটা করতে পারেন না কোনো খেলোয়াড়ই। তাই খেলতে না চাইলে অবসর নাও।

নোটঃ সকল ধরনের খেলার খবর ও চলাকালীন সকল খেলার স্কোর পেতে উপরে থেকে ফলো করে দিন। আমরা সবসময় আপনাদেরকে লিগাল তথ্য দিয়ে হেল্প করার চেষ্টা করে থাকি, তাই সবসময় আমাদের সাপোর্ট দিন।

You May Also Like