চমক দিয়ে হেলসের বদলী ক্রিকেটারের নাম ঘোষণা করলো কলকাতা নাইট রাইডার্স

fg

আর বায়ো-বাবলের ঝুঁকি নিতে পারছেন না, তাই আইপিএলকে না বললেন ইংল্যান্ডের মারকাটারি ওপেনার অ্যালেক্স হেলস। তার স্থলাভিষিক্ত করার জন্য, কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) একজন অস্ট্রেলিয়ান টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী অধিনায়ককে দলে নিয়েছে।

শুক্রবার এক বিবৃতিতে কেকেআর জানিয়েছে যে তারা হেলসের পরিবর্তে অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চকে নিয়ে এসেছে। তাকে কিনতে খরচ হয়েছে দেড় কোটি টাকা।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

ফিঞ্চ এর আগে আইপিএলে ৮৭টি ম্যাচ খেলেছেন, করেছেন দুই হাজারের ওপর রান। তবে এবারের আসরের নিলামে অবিক্রিতই ছিলেন ডানহাতি এই ওপেনার।

গত বছর তার নেতৃত্বেই অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে। দেশের হয়ে ৮৮টি টি-টোয়েন্টি ম্যাচে দুটি সেঞ্চুরি এবং ১৫টি হাফসেঞ্চুরিসহ ২ হাজার ৬৮৬ রান করেছেন ফিঞ্চ।

আগামী ২৬ মার্চ থেকে মাঠে গড়াচ্ছে আইপিএলের এবারের আসর। প্রথম ম্যাচেই মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে দুইবারের চ্যাম্পিয়ন কেকেআর।

You May Also Like