শূন্য রানে হ্যাটট্রিকসহ সাত উইকেট! অবিশ্বাস্য কীর্তি গড়লেন এই স্পিনার!

resize 16470254971443877621647008942aritra

ভারতের রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত সর্বভারতীয় সিভিল সার্ভিস ক্রিকেট প্রতিযোগিতায় মাত্র ১৬টি বল করেই শূন্য রানে সাত উইকেট নিলেন বাংলারই ভূমিপুত্র অরিত্র চট্টোপাধ্যায়। কলকাতার কালীঘাটের হয়ে খেলা অরিত্র বাংলার ক্রিকেট মহলে লুথার নামেই পরিচিত। সেই লুথারের ভেল্কিতেই কুপোকাত প্রতিপক্ষ। আরএসবি কলকাতার হয়ে দিল্লির সর্বভারতীয় টুর্নামেন্টে খেলতে নেমেছিলেন অরিত্র।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

এদিন শুধু যে সাত উইকেট নিলেন তাই নয়, অরিত্র এই ম্যাচে হ্যাটট্রিকও করেছেন। অরিত্রের স্পিনের ভেল্কিতে প্রতিপক্ষের তোলা মাত্র ১৯ রানের জবাবে তিন ওভারেই ম্যাচ জিতে যায় আরসিবি কলকাতা।

কলকাতার বাঁ-হাতি বোলারের এই কীর্তিতে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে ক্রিকেট মহলে। এর আগে হ্যাটট্রিকসহ সাত উইকেট তো দূর, কোনো রান না দিয়ে গোটা বিশ্বে কেউ পাঁচ উইকেটও পেয়েছেন কিনা, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। বর্তমানে ভারতীয় অডিট এবং অ্যাকাউন্টস বিভাগে সিনিয়র অডিটর হিসেবে কর্মরত অরিত্র গত মরশুমে বাংলা রঞ্জি দলে থাকলেও খেলার সুযোগ পাননি। বেঙ্গল টি-টোয়েন্টি চ্যালেঞ্জেও দুর্গাপুর ড্যাজলার্সের হয়ে এ এই মৌসুমে খেলেছেন ৩৫ বছর বয়সি ক্রিকেটার।

You May Also Like