
সাকিব আল হাসান এখন বাংলাদেশের ক্রিকেটের অনিয়মিত মুখ। বছরের শুরুতে দুটি টেস্ট খেলেননি। সরে দাঁড়িয়েছেন দক্ষিণ আফ্রিকা সফর থেকে। তারপরও বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে তিন ফরম্যাটেই রাখা হয়েছে সাকিবকে। আজ কেন্দ্রীয় চুক্তি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নবাণে জর্জর হতে হয়েছে নির্বাচকদের। যেখানে মেজাজ হারিয়ে বসেন নির্বাচক আব্দুর রাজ্জাক।





এক প্রশ্নের জবাবে উল্টো সাংবাদিককে প্রশ্ন করে বসেন তিনি আপনি যদি নির্বাচক হতেন কী করতেন? সাকিবকে বাদ দিতেন না রাখতেন?সংবাদ সম্মেলন ছিল প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর। সেখানে ছিলেন রাজ্জাকও। সংবাদ সম্মেলনে সাকিবকে নিয়েই বেশি প্রশ্ন হয়েছিল সাবেক সতীর্থ সাকিবকে নিয়ে প্রশ্নের মিছিল দেখে মেজাজ ধরে রাখতে পারেননি রাজ্জাক। এমনকি নান্নুকে প্রশ্ন করা হলেও বারবারই উত্তর দেয়ার চেষ্টা করেছেন সাবেক এ বাঁহাতি স্পিনার।





সাকিব প্রশ্নে নির্বাচকরা যে অসহায় তা রাজ্জাকের কথায় স্পষ্ট হয়ে গেছে। শুক্রবার মিরপুর স্টেডিয়ামে তিনি বলেছেন, ‘সাকিব কিন্তু এখনও কোনো ফরম্যাট থেকে সরে যায়নি।
সাকিব এই মাপের খেলোয়াড় যে নিজে থেকে কোনো ফরম্যাট থেকে সরে না গেলে ক্রিকেট বোর্ড থেকে সরিয়ে দেওয়া কঠিন।’





এছাড়া সাকিবের সঙ্গে আলোচনা ছাড়াই যে কেন্দ্রীয় চুক্তির তালিকা ঠিক করা হয়েছে, তাও জানালেন রাজ্জাক।
তিনি বলেন এখনও সাকিবের সাথে আমাদের ওরকমভাবে কথা হয়নি। যেহেতু হয়নি, ফট করে একটা কথা বলে দেওয়া ঠিক না। কথা হলে জানতে পারবেন।
নোটঃ সকল ধরনের খেলার খবর ও চলাকালীন সকল খেলার স্কোর পেতে উপরে থেকে ফলো করে দিন। আমরা সবসময় আপনাদেরকে লিগাল তথ্য দিয়ে হেল্প করার চেষ্টা করে থাকি, তাই সবসময় আমাদের সাপোর্ট দিন।