সাকিবের কপাল খুল্লেও তামিমের কপাল খুললো না!

ree 631x330 1

সাকিব বেছে বেছে খেলবেন সিরিজ। তারপরও ক্রিকেটের তিন সংস্করণের কেন্দ্রীয় চুক্তিতে আছেন সাকিব। সাকিবের সাথে এই চুক্তিতে আছেন মুশফিক, লিটন, তাসকিন ও শরিফুল। কিন্তু এখানে নেই তামিম ইকবালের নাম। তামিম ইকবাল ছয় মাসের ছুটিতে আছেন টি-টোয়েন্টি থেকে। এ কারণেই নেই তামিম? শুক্রবার তামিমের প্রসঙ্গে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানান, ‘এখানে একটা সিস্টেম আছে- যে যে ফরম্যাটে অফ আছে এখন… তামিম যদি ওই ফরম্যাটে দলে অন্তর্ভুক্ত হয় সেও বেতনের আওতায় চলে আসে। এখানে আক্ষেপের কিছু নেই। তামিম ছয় মাস পর টি-টোয়েন্টি দলে অন্তর্ভুক্ত হলে অবশ্যই বেতনভুক্তদের তালিকায় ঢুকে যাবে।’

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

টেস্ট ও ওয়ানডেতে কেন্দ্রীয় চুক্তিতে তামিমের সাথে আছেন মেহেদী হাসান মিরাজ। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে আছেন মাহমুদউল্লাহ, মোস্তাফিজ ও আফিফ হোসেন।

শুধু টেস্টে আছেন মুমিনুল হক, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, সাদমান ইসলাম, ইয়াসির আলী রাব্বি, এবাদত হোসেন ও মাহমুদুল হাসান জয়। শুধু টি-টোয়েন্টিতে আছেন নাঈম শেখ, শেখ মেহেদি হাসান, নুরুল হাসান সোহান ও নাসুম আহমেদ।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

কোনো ফরম্যাটেই এই চুক্তিতে নেই সাইফউদ্দিন। তার প্রসঙ্গে নান্নু বলেন, ‘সাইফউদ্দিন ইনজুরিতে আছে। আপনারা জানেন গত টি-টোয়েন্টি বিশ্বকাপে দীর্ঘ সময়ের ইনজুরিতে পড়েছে। ওকে বোর্ড যথেষ্ট সময় দিচ্ছে, লন্ডন থেকে ডাক্তারও দেখিয়ে এনেছে। ইতিবাচক দিক হল সুস্থ হচ্ছে, প্রিমিয়ার লিগ খেলার জন্য প্রস্তুত হচ্ছে। ও যখন খেলায় ফিরে আসবে, জাতীয় দলের জন্য এভেইলেবল হয়ে যাবে তখন আমরা আবার তাকে চুক্তিবদ্ধ করব।’

পেসার আবু জায়েদ রাহী প্রসঙ্গে তিনি বলেন, ‘রাহী মাঝখানে অনেকদিন ধরে নিয়মিত হতে পারছে না। এজন্য ওকে এক বছরের জন্য আমরা বাইরে রেখেছি। তারপরও নিয়মিত হয়ে গেলে আমরা আবারো তাকে চুক্তিবদ্ধ করতে বলব।’

You May Also Like