
আজ শুক্রবার সকালে পৌনে ১১টার ফ্লাইটে দক্ষিণ আফ্রিকা গেছে বাংলাদেশ দল। ওয়ানডে দলের ক্রিকেটারদের আরেকটি গ্রুপ আজ রাত ১১টায় কাতার এয়ারলাইন্সের ফ্লাইটে দেশ ছাড়বেন। সকালে বিমানবন্দরে জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেছেন, সফরে সাকিব আল হাসানকে মিস করবেন। তবে যেহেতু তিনি যাচ্ছেন না, তাই তাকে নিয়ে ভাবছেনও না।





সাকিব প্রসঙ্গে হাবিবুল বাশার বলেন, ‘সাকিবকে অবশ্যই মিস করব। সে আমাদের খুব গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। সাকিব থাকলে দলের ভারসাম্য অনেক ভালো থাকে। লম্বা সময় ধরে সে আমাদের অন্যতম সেরা পারফরমার। তবে এখন আমি এটা নিয়ে ভাবছি না। যে দলটা আছে সেটা নিয়েই ভাবছি। আমাদের বিশ্বাস, এই দল নিয়েই আমরা ভালো পারফর্ম করতে পারব।’ হাবিবুলের মতে, সাকিবের জায়গায় দলে যারা আছে, তারা সবাই ভালো। সাবেক এ অধিনায়ক বলেন, ‘সব সময় আপনি সেরা খেলোয়াড়কে পাবেন না। তার জায়গায় যিনি খেলছেন তিনিই আপনার সেরা খেলোয়াড়। তাকে নিয়েই চেষ্টা করতে হবে। এর আগেও আমরা সেরা খেলোয়াড়কে ছাড়া ভালো করেছি। আমার বিশ্বাস, যারা দলে আছেন তারা ভালো করতে পারবেন।’





তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের আশা নিয়েই দেশ ছেড়েছেন হাবিবুল বাশার। জাতীয় দলের এই নির্বাচক বলছেন, ‘দক্ষিণ আফ্রিকার এখনকার দলটা যথেষ্ট ভালো। কন্ডিশনও আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং। তবে আপনি যদি আমাদের ওয়ানডের ছন্দটা দেখেন, আশাবাদী হতেই হবে। সেই আশা নিয়েই যাচ্ছি।’দক্ষিণ আফ্রিকায় আগের ১৯ ম্যাচে জয় নেই বাংলাদেশের।





তাই কাজটা কঠিন বলেই মানছেন হাবিবুল। তিনি বলেন, ‘আমরা জানি, কাজটা কঠিন হবে। ওরা ওদের সেরা দলটা নিয়েই আমাদের সঙ্গে নামছে।
‘তাছাড়া এবার ওরা সেরা ভেন্যুতেই খেলাগুলো দিচ্ছে। অর্থাৎ, ওরা বাংলাদেশকে গুরুত্বের সঙ্গে নিচ্ছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ যে ছন্দে আছে, সেটা যদি ধরে রাখতে পারি, যদি নিজেদের সেরাটা দিতে পারি তবে এই সফরে ভালো কিছু আমরা আশা করতে পারি।’