দক্ষিণ আফ্রিকা সফরে সাকিবের পরিবর্তে দুই ক্রিকেটারের নাম জানালেন হাবিবুল বাশার

resize 1646989671580048360image20220311150734

মানসিক ও শারীরিক অবসাদের কারণে দীর্ঘ সময়ের জন্য ছুটি চেয়েছিলেন দেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সাকিবের ছুটি মঞ্জুর করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ কারণে আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে দেখা যাবে না সাকিবকে।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

বাংলাদেশের ওয়ানডে ফরম্যাটের ৩ নম্বর পজিশনটা সাকিবের জন্য একরকম বরাদ্দ। কিন্তু দক্ষিণ আফ্রিকা সফরে সাকিব না যাওয়ায় এই পজিশনে কাকে দেখা যাবে? সাকিবের জায়গায় দুইজনকে ভাবনায় রেখেছেন জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন। দক্ষিণ আফ্রিকা সফরকে সামনে রেখে আজ শুক্রবার (১১ মার্চ) দেশ ছেড়েছেন জাতীয় দলের চার ক্রিকেটার।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

তাদের সঙ্গে যাচ্ছেন হাবিবুল বাশার সুমনও। দেশ ছাড়ার আগে সাকিবের জায়গায় কে খেলতে পারেন এমনটি জানিয়েছেন বাশার। তিনি বলেন, সাকিবের জায়গায় কাকে খেলানো হবে সেটা এখনও চূড়ান্ত হয়েনি। তিন নম্বর পজিশনে সাধারণত নাজমুল শান্ত খেলে। আবার আমাদের মাহমুদুল হাসান জয় আছে। দেখা যাক কে খেলে।

তিনি আরও বলেন, সাকিব দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার। অবশ্যই দল তাকে মিস করবে। সে দলে থাকলে ভারসাম্য অনেক ভালো থাকে। লম্বা সময় ধরে সে আমাদের সেরা পারফর্মার। তবে এখন এটা নিয়ে ভাবছি না। আমাদের যে দলটা আছে সেটা নিয়েই ভাবছি এবং বিশ্বাস করি, এই দল নিয়ে ভালো পারফর্ম করতে পারবো।

You May Also Like