
মানসিক ও শারীরিক ক্লান্তির কথা বলে দক্ষিণ আফ্রিকা সফর থেকে সরে দাঁড়িয়েছেন তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে সাকিবকে ছাড়াই বাংলাদেশ দল কঠিন এই সিরিজে ভালো করতে পারবে, বিশ্বাস নির্বাচক হাবিবুল বাশারের। শারীরিক ও মানসিক দক্ষিণ আফ্রিকার মত কঠিন কন্ডিশনে বাংলাদেশকে দিতে হবে কঠিন পরীক্ষা।সেখানে সাকিবের মত পারফর্মার না থাকা মানে দলের জন্য অবশ্যই তা দুশ্চিন্তার বিষয়।





তবে বাশার মনে করেন, সাকিবের জায়গায় যিনি খেলবেন, তিনিও দলের সেরা ক্রিকেটারের মতই। বাশার বলেন, ‘সাকিবকে অবশ্যই মিস করব। সে আমাদের খুব গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। সাকিব দলে থাকলে দলের ভারসাম্য অনেক ভালো থাকে। লম্বা সময় ধরে সে আমাদের অন্যতম সেরা পারফর্মার।’ তবে সাকিবের অনুপস্থিতি নিয়ে কোনো দুর্ভাবনা রাখতে নারাজ বাশার।





তার ভাষ্য, ‘তবে এখন আমি এটা নিয়ে ভাবছি না। এখন আমাদের যে দলটা আছে সেটা নিয়েই ভাবছি। আমাদের বিশ্বাস, এই দলটা নিয়েই আমরা ভালো পারফর্ম করতে পারব।’
বায়োবাবল, টানা ক্রিকেট- সব কিছু মিলিয়ে ক্রিকেটারদের জন্য টানা খেলা এখন অনেক কঠিন হয়ে উঠেছে। সেরা খেলোয়াড়কে ছাড়াই তাই কখনও কখনও খেলতে হবে, এই বাস্তবতা মেনে নেওয়ার আহ্বান সাবেক এই অধিনায়কের।বাশার বলেন, ‘সবসময় আপনি সেরা খেলোয়াড়কে পাবেন না।
তার জায়গায় যিনি খেলছেন তিনিই আপনার সেরা খেলোয়াড়। তাঁকে নিয়েই আপনার চেষ্টা করতে হবে। এর আগেও আমরা সেরা খেলোয়াড়কে ছাড়া ভালো করেছি। আমার বিশ্বাস, যারা দলে আছেন তারা ভালো করতে পারবেন।’